প্রযুক্তি

বিশ্বের প্রথম 8 টেরাবাইট মেমরি কার্ড নিয়ে এল স্যানডিস্ক

Sandisk brought the world's first 8 terabyte memory card

Truth Of Bengal: স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার গুরুত্বপূর্ণ মাধ্যমই শুধু নয় তা আজ কাজেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ তথ্য আমরা ফোনেই অনেক সময় রাখি। সে জন্য ফোনের স্টোরেজ ভরে যায়। মোবাইল ফোনের স্টোরেজ বাড়াতে দরকার পড়ে এক্সটার্নাল মেমরি কার্ডের। ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে গান, ছবি, ভিডিও সেভ করে রাখার জন্য আমরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করি।

বাজারে সাধারণত ২ গিগাবাইট থেকে শুরু করে ১.৫ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি পর্যন্ত মেমরি কার্ড পাওয়া যায়। এবার পৃথিবীর প্রথম ৮ টেরাবাইট এসডি কার্ড নিয়ে এসেছে স্যানডিস্ক। এই এসডি কার্ড চিত্র সাংবাদিক, ক্যামেরাপার্সন ও ভিডিওগ্রাফারদের এটি খুব কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।

আমেরিকান কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল (Western Digital) স্যানডিস্কের ৮ টিবি মেমরি কার্ডের পাশাপাশি ১৬ টিবি এক্সটার্নাল এসএসডির মডেল প্রকাশ করেছে, যাকে বিশ্বের প্রথম বলে দাবি করা হয়েছে। ২০২৪ ফিউচার অফ মেমরি ও স্টোরেজ কনফারেন্সে এই দুই যুগান্তকারী অ্যাক্সেসরিজের ঘোষণা করেছে তারা। মেমরি ও স্টোরেজ সেগমেন্টে এই মেমোরি কার্ড ও এসডি কার্ড এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সংস্থাটি।

নতুন মেমোরি কার্ডের নাম SanDisk 8TB SDUC UHS-I এসডি কার্ড ও 16TB SanDisk Desk Drive External এসএসডি। এসডি কার্ডটিতে সিকিওর ডিজিটাল আল্ট্রা ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড ও ১০০এমবিপিএস পর্যন্ত স্পিড আছে। তবে কবে লঞ্চ হবে অথবা দাম কেমন হতে পারে সে বিষয় এখনও কিছু ঘোষণা করা হয়নি।