অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, নয়া সুরক্ষা কবচ আনছে গুগল
smartphone is overheating, Google is bringing a new protection shield

The Truth of Bengal: ইদানিং দেখছেন বারবার আপনার সাধের স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। বারবার সুইচ অফ, সুইচ অন করার হ্যাপা অনেক। এদিকে এক মুহূর্ত আপনার স্মার্টফোন ছাড়া চলে না। এই সমস্যায় শুধু আপনি একাই ভুক্তভোগী এমন ভাববেন না। অনেকেই এমন স্মার্টফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যায় জর্জরিত। অনেক সময়ই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে স্মার্টফোন ফেটে যাওয়া ও আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত ব্যবহার, গেম খেলা, অতিরিক্ত ছবি বা ভিডিও তোলা, বেশি সময় ধরে চার্জ দেওয়ার কারণে ফোন বেশি গরম হয়ে ফেটে যাওয়া বা আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে টেক জায়ান্ট সংস্থা গুগল স্মার্টফোনের ‘প্রোটেক্টিভ শিল্ড’ বা ‘সুরক্ষা কবচ’ নিয়ে কাজ করছে। গুগলের নয়া ফিচারের নাম হবে ‘অ্যাডাপ্টিভ থার্মাল’। গুগল আপাতত নয়া ফিচার নিয়ে কাজ করছে। গুগলের এই ফিচার স্মার্টফোনের জন্য প্রোটেক্টিভ শিল্ড বা সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে এই ফিচারের মাধ্যমে নোটিফিকেশন চলে আসবে যাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় ফোনে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ না ঘটে।
নোটিফিকেশন আসলেই ব্যবহারকারী বুঝতে পারবেন কখন ফোন ব্যবহার বন্ধ রেখে ঠান্ডা করা দরকার। ফোনের কার্যকারিতা তখন আপনাআপনি স্লো হয়ে যাবে। যাতে ব্যাটারির ওপর বিশেষ চাপ না পড়ে। আইফোনে এমন ফিচার আগে থেকেই আছে এবার গুগল এমন ফিচার চালু করতে চায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য। গুগল পিক্সেল স্মার্টফোনেই প্রথম এই ফিচার থাকবে বলে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের একটি রিপোর্টে।