Shotgun 650 নামে নতুন মডেলের অত্যাধুনিক বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড
Royal Enfield has launched a new model called Shotgun 650

The Truth Of Bengal, Mou Basu : নতুন ইংরেজি বছরের প্রথমেই বাইকপ্রেমীদের জন্য সুখবর দিল জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ড। গ্রাহকদের কথা ভেবে রয়্যাল এনফিল্ড অত্যাধুনিক বাইক Shotgun 650 লঞ্চ করেছে। এই অত্যাধুনিক নতুন বাইকটির দাম শুরু হচ্ছে 3.59 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। এরমধ্যেই রয়্যাল এনফিল্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং অথরাইজড ডিলারশিপগুলিতে শর্টগান 650-র বুকিং গ্রহণ করা শুরু করে দিয়েছে। 2024 সালের মার্চ মাসে এই বাইকটির ডেলিভারি ও টেস্ট রাইড শুরু করা হবে বলে জানা গেছে। রয়্যাল এনফিল্ডের এই নতুন মোটরবাইকটি ৪টি আকর্ষণীয় রঙে মিলবে।
এই নতুন কাস্টম-ইনস্পায়ার্ড মোটরবাইকটি রয়্যাল এনফিল্ড-এর 650 টুইন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। শটগান 650 –এর মডেলটি RE Super Meteor 650 এবং RE Continental GT 650 –র মাঝে পজিশন করা হয়েছে। বাইকটি ডিজাইন করা হয়েছে SG650 কনসেপ্টে। এই ডিজাইনের কনসেপ্টটি প্রথম EICMA 2021 –এ প্রকাশ করা হয়েছিল। রেট্রো-ফিউচারেস্টিক ডিজাইনে এই মডেলটি তৈরি করা হয়েছে। এই নতুন বাইকটিতে একাধিক অত্যাধুনিক ফিচার যেমন, এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন সিস্টেম সহ একটি ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। এছাড়াও এই বাইকটিতে নতুন লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড উইঙ্গম্যান ইন-অ্যাপ ফিচারের সুবিধাও মিলবে। এই ফিচারের মাধ্যমে লাইভ লোকেশনে আপডেটেড থাকার সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও তেল এবং ইঞ্জিন অয়েল লেভেল, সার্ভিস রিমাইন্ডার সহ আরও একাধিক সুবিধা আর ইউএসবি চার্জিং পোর্ট, ফ্ল্যাট হ্যান্ডেলবার, মিড-সেট ফুটপেগস এবং সিঙ্গল সিট সেট-আপের সুবিধা মিলবে। রয়েল এনফিল্ডের তৈরি শটগান 650 মডেলটিতে একটি 648cc প্যারালাল-টুইন, অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে। উন্নত ও মসৃণ ট্রান্সমিশনের সুবিধা নিশ্চিত করতে একটি সিক্স-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। সাসপেনশনের জন্য এই বাইকটিতে সামনের দিকে 43 mm Showa আপসাইড-ডাউন ফর্কস এবং পিছনের দিকে ফাইভ-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়াল শক অবজর্ভার দেওয়া হয়েছে। বাইকটিতে 18/17 ইঞ্চি টিউবলেস টায়ার থাকবে। ব্রেকিং-এর জন্য রয়্যাল এনফিল্ড শর্টগান 650 তে 300 mm রিয়ার ডিস্ক ব্রেক এবং 320 mm ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকবে।
FREE ACCESS