প্রযুক্তি

নয়া ফিচার নিয়ে এবার ভারতের বাজারে এল Poco-র X7 সিরিজের নয়া স্মার্টফোন

Poco's new X7 series smartphone has arrived in the Indian market with new features

Truth Of Bengal: ভারতে এল POCO X7 5G সিরিজের POCO X7 এবং X7 Pro মডেলের স্মার্টফোন। ২টি মডেলের স্মার্টফোনই পুরোপুরি AI চালিত ৷ POCO X7 Pro-তে রয়েছে HyperOS 2.0 এবং MediaTek Dimensity 8400 Ultra SoC চিপসেট ৷ অত্যাধুনিক এই চিপসেট দিয়ে POCO ভারতের বাজারে প্রথম স্মার্টফোন আনল। Poco X7 মডেল POCO Yellow, Glacier Green এবং Cosmic Silver রঙে পাওয়া যাবে।

অন্যদিকে, X7 Pro স্মার্টফোনটি POCO Yellow, Nebula Green এবং Obsidian Black রঙে পাওয়া যাবে। POCO X7 5G ফোনের 8GB ও 128 GB ভ্যারিয়ান্টের দাম পড়বে ২১,৯৯৯ টাকা। 8GB ও 256 GB ভ্যারিয়ান্টের দাম পড়বে ২৩,৯৯৯ টাকা। এটি মিলবে কসমিক সিলভার, গ্লেসিয়ার গ্রিন আর পোকো ইয়োলো রঙে। দুটি ফোনের ক্যামেরার ডিজাইন আলাদা । নতুন ফোনটি দ্রুত চিপসেট, বড় ব্যাটারি রয়েছে । X7 সিরিজটি X6 সিরিজের থেকে অত্যধুনিক৷

ই-কমার্স প্লাটফর্ম Flipkart-এ POCO X7 Pro বিক্রি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর POCO X7-এর বিক্রি শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২ হাজার টাকা ছাড় পাবেন আর প্রথম দিনের কেনাকাটায় অতিরিক্ত ১ হাজার টাকার ডিসকাউন্ট কুপন পাবেন।

POCO X7 Pro স্মার্টফোনে 6.73-ইঞ্চি 1.5K AMOLED ফ্ল্যাট ডিসপ্লে, গরিলা গ্লাস 7i রয়েছে। পাশাপাশি, এই বিশেষ মডেলের স্মার্টফোন চলবে MediaTek Dimensity 8400 Ultra প্রসেসরে ও 6550mAh ব্যাটারি। এতে আছে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 20MP সেলফি ক্যামেরা।

এছাড়াও ফোনে Xiaomi HyperOS 2.0 Android 15 রয়েছে ৷ ৩ বছরের Android আপডেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। Wi-Fi 6, USB Type-C পোর্ট, ডুয়েল স্পিকার ডলবি অ্যাটমস আছে ফোনে। AI নোট, AI রেকর্ডার, AI সাবটাইটেল, AI ইরেজ প্রো, AI ইন্টারপ্রেটারের মতো নানান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ফিচার আছে।

POCO X7 5G ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED 3D কার্ভড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিকটাস 2 রয়েছে। MediaTek Dimensity 7300 Ultra Chipset ও 5500mAh ব্যাটারি সাপোর্টে চলবে ফোন। এতে আছে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, Xiaomi HyperOS Android 14 রয়েছে ফোনে, ৩ বছরের Android আপডেট পাবেন ব্যবহারকারীরা। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66/68/69 রেটিং, USB Type-C পোর্ট, Dolby Atmos সহ ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে ফোনে। এআই নাইট মোড, এআই ম্যাজিক ইরেজার প্রো, এআই স্কাই রিপ্লেসমেন্টের মতো নানান এআই ফিচার।