প্রযুক্তি

এক মিনিটেই চার্জ হবে ফোন, ল্যাপটপ! নয়া প্রযুক্তি আবিষ্কার ভারতীয় গবেষকের

Phone, laptop will be charged in a minute! New technology invented by Indian researchers

The Truth Of Bengal, Mou Basu : কর্মব্যস্ত সময় স্মার্টফোন, ল্যাপটপের চার্জ চলে গেলে খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। কারণ, ব্যস্ততার মধ্যে অনেকক্ষণ ধরে বৈদ্যুতিক যন্ত্রে চার্জ দেওয়া সত্যিই বিশাল হ্যাপার। এবার সেই সব ঝঞ্জাট ঝামেলা থেকে মুক্তি মিলতে চলেছে। এবার চার্জ চলে যাওয়া স্মার্টফোন আর ল্যাপটপ মাত্র এক মিনিটের মধ্যে চার্জ হবে। এমনকি, বৈদ্যুতিক গাড়িও চার্জ দেওয়া যাবে মাত্র ১০ মিনিটের মধ্যে। ভারতীয় বংশদ্ভুত গবেষক অঙ্কুর গুপ্ত আর তাঁর গবেষক দল এমনই এক নয়া প্রযুক্তির আবিষ্কার করেছেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Proceedings of the National Academy of Sciences নামক জার্নালে।

গবেষণায় দেখানো হয়েছে কীভাবে ক্ষুদ্রাকার চার্জড পার্টিকেল বা আয়ন মিনিউস্কুল পোরের জটিল নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাতায়াত করছে। আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অঙ্কুর গুপ্ত জানান, সদ্য আবিষ্কৃত এই নয়া প্রযুক্তির হাত ধরেই ‘সুপারক্যাপাসিটর’ নামক এনার্জি বা শক্তি সংগ্রহ করে রাখার যন্ত্র আবিষ্কার করা সম্ভব।

অধ্যাপক গুপ্তর কথায়, বৈদ্যুতিক গাড়ি বা সরঞ্জামে শক্তি সংগ্রহ করে রাখা খুবই জরুরি। এমনকি, বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার গ্রিডেও এনার্জি সংগ্রহ করে রাখা খুবই জরুরি। কারণ যে সময় বিদ্যুতের চাহিদা কম থাকে সে সময় তা সংগ্রহ করে রাখলে বেশি চাহিদার সময় যোগান নিশ্চিত করা যায়। ব্যাটারির তুলনায় সুপার ক্যাপাসিটর যন্ত্রের লাইফস্প্যান বেশি। তাই বেশি দিন চলবে আর কম সময়ের মধ্যে চার্জ হবে।

Related Articles