প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ইনস্ট্যান্ট পেমেন্ট অপশন আনল পেটিএম

Paytm introduces special instant payment option for Android phone users

Truth Of Bengal : মৌ বসু : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে এবার পেমেন্ট ও ফিনান্সিয়াল সার্ভিস প্লাটফর্ম পেটিএম নয়া ‘Receive Money QR Widget’ পরিষেবা আনল। পেটিএম অ্যাপ ডাউনলোড করলে স্মার্টফোনের হোমস্ক্রিনেই পেটিএম কিউআর কোড ডিসপ্লে করা থাকবে। এর ফলে অ্যাপ না খুলেই হোমস্ক্রিন থেকেই পেটিএমের Receive Money QR Widget’ এর সাহায্যে অনলাইনে লেনদেন করা যাবে।

ইনফ্লুয়েন্সার, ডেলিভারি পার্টনার, দোকানদার, ফ্রিল্যান্সার ও ছোট, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভেবে সহজ ঝঞ্জাটহীন পেমেন্টের এই সুবিধা আনল পেটিএম। পেমেন্ট হয়ে গেলেই গ্রাহকরা কয়েন পড়ার।মতো রিয়েল টাইম নোটিফিকেশন সাউন্ড পেয়ে যাবেন।

কীভাবে অ্যান্ড্রয়েন ফোনে পেটিএমের Receive Money QR Widget’ যোগ করবেন

১) স্মার্টফোনে পেটিএম অ্যাপ খুলুন।
২) বাঁদিকের ওপরের দিকে নিজের প্রোফাইল আইকন ট্যাপ করুন।
৩) কিউআর কোডের নীচে ‘Add QR to Homescreen’ অপশনে ক্লিক করুন।
৪) হোমস্ক্রিনে Receive Money QR Widget’ অ্যাড করতে কনফার্ম করুন। Receive Money QR Widget’ হোমস্ক্রিনে।যোগ হয়ে গেলে সরাসরি ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন Receive Money QR Widget’ স্ক্যান করেই।

Related Articles