
Truth Of Bengal: ব্যবহারকারীদের নিত্য নতুন অভিজ্ঞতার ভাগ দিতে এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামের মতো নতুন ফিচার যোগ হয়েছে ৷ এই নতুন ফিচারটিতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে গান যোগ করা যাবে৷ অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই নয়া ফিচার চলবে।
স্ট্যাটাস দেওয়ার সময় গান যোগ করার অনুমতি দেবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য মেটা মার্চ মাসে এই নতুন ফিচারটি চালু করেছে। এটি এমন একটি ফিচার যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের গান ছবি, টেক্সট এবং ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো এগুলি দেখা যাবে।
স্ট্যাটাসের মতো 24 ঘণ্টা দেখা যাবে গান৷ পছন্দের গান খুঁজে পেতে হোয়াটসঅ্যাপে একটি সার্চ অপশনও চালু করতে চলেছে মেটা ৷ স্ট্যাটাস পোস্ট করার সময়, ছবির সঙ্গে ১৫ সেকেন্ড এবং ভিডিয়ো-র সঙ্গে ৬০ সেকেন্ড পর্যন্ত গান যোগ করা যাবে৷ ব্যবহারকারী তাঁর চাহিদা অনুযায়ী গানের কথা কাস্টমাইজ করতে পারেন। গানটি পছন্দ না-হলে, তাহলে এটি মুছে ফেলার বিকল্পও থাকবে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা সঙ্গীত এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে। এর অর্থ হল, শুধু হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডরাই শেয়ার করা গানগুলি দেখতে বা জানতে পারবেন না। পাশাপাশি, কোনও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের গান অপর জনের পছন্দ হয়েছে। স্ট্যাটাসের ওপরে থাকা গানের বিবরণে এটিতে ক্লিক করে এবং তারপর ‘Add a Status’ বিকল্পে ক্লিক করে সংশ্লিষ্ট গান ব্যবহার করতে পারবেন নিজের স্ট্যাটাসে।
কীভাবে WhatsApp-এ নতুন বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন
১) স্ট্যাটাস হিসেবে পোস্ট করার জন্য একটি ছবি, ভিডিও বা টেক্সট বেছে নিতে পারেন
২) তারপর স্ক্রিনের ওপরের দিকে থাকা মিউজিক আইকনে ক্লিক করতে হবে
৩) মিউজিক অপশন থেকে আপনার পছন্দের গানটি নির্বাচন করে পছন্দের গানটি সেট করতে পারবেন
৪) পছন্দসই গানটি নির্বাচন করার পর, ডানদিকে যে ছবি বা ভিডিওটি স্ট্যাটাসে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে
৫) নির্দিষ্ট গানটিকে স্ট্যাটাস হিসেবে সেট করতে সেটির যেকোনও লাইন নির্বাচন করে সেই অংশটি ১৫ সেকেন্ড বাড়ানো যেতে পারে
৬) তারপর ওপরের ডানদিকে পোস্ট অপশনে ক্লিক করলেই সেটি স্টেটাসে সেট হয়ে যাবে
৭) প্রয়োজনীয় ক্যাপশন দিয়েও স্ট্যাটাস সেট করতে পারবেন