প্রযুক্তিলাইফস্টাইল

সস্তায় অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টওয়াচ আনল Noise! জানুন বিস্তারিত

Noise brought a smart watch with lots of new features! Know the details

The Truth Of Bengal, মৌ বসু: ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Noise। নয়া মডেলের নাম NoiseFit Origin। নয়া মডেলের স্মার্টওয়াচে রয়েছে EN1 chipset ও Nebula UI তে চলবে। ১০০টি স্পোর্টস মোড ফিচার রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন চলবে। জেট ব্ল্যাক, সিলভার গ্রে, মিডনাইট ব্ল্যাক, মোজাইক ব্লু, ক্লাসিক ব্ল্যাক ও ক্লাসিক ব্রাউন রঙে মিলবে নতুন স্মার্টওয়াচ। চামড়া, সিলিকন আর ম্যাগনেটিক ক্ল্যাস্প ওয়াচ স্ট্র্যাপ ভ্যারিয়ান্টে মিলবে।

ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ মিলবে ৬৪৯৯ টাকা দামে। নয়েজ ইন্ডিয়া ওয়েবসাইট এবং ক্রোমা রিটেল স্টোরে কিনতে পাওয়া যাবে। NoiseFit Origin নামে নয়া মডেলের স্মার্টওয়াচে ১.৪৬ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে। রেজোল্যুশন হবে ৪৬৬ x ৪৬৬ পিক্সেল। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল সেন্সর, স্লিপ স্ট্রেস, মেনস্ট্রুয়াল হেলথ ট্র্যাকারের মতো নানান ফিচার রয়েছে।

নয়েজফিট অ্যাপের সাহায্য ১০০ রকমের ক্লাউড বেসড ওয়াচফেস পাওয়া যাবে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সুবিধা মিলবে। স্টেনলেস স্টিল বডি, ৩এটিএম ওয়াটার রেজিজট্যান্ট ও ফাংশনাল রোটেটিং ক্রাউন থাকবে। ধুলো, ঘাম, জল থেকে বাঁচতে থাকবে আইপি৬৮ রেটিং।

 

Related Articles