প্রযুক্তি

বারবার স্মার্টফোনের নেভিগেশন অ্যাপ চেক করতে হবে না, হাতঘড়িই দিক নির্দেশ করে দেবে

No need to check the smartphone navigation app again and again, the wristwatch will guide you

The Truth Of Bengal:মৌ বসু , স্মার্টওয়াচের জন্য বিখ্যাত ভারতীয় ব্র্যান্ড BoAt। ক্রেতাদের সুবিধার কথা ভেবে এবার Storm Call 3 নামের নয়া মডেলের অত্যাধুনিক স্মার্টওয়াচ আনল BoAt। নয়া স্মার্টওয়াচের সৌজন্যে আর নেভিগেশন বা জায়গার দিক নির্দেশের জন্য বারবার স্মার্টফোন দেখতে হবে না। হাতে থাকা স্মার্টওয়াচই দিক নির্দেশ করে দেবে। কারণ এতে আছে ইন বিল্ট টার্ন বাই টার্ন নেভিগেশন পাওয়ার।

Mappls MapmyIndia এর সৌজন্যে জানা যাবে আসল ঠিকানা। নির্দিষ্ট ভাবে আপনাআপনি দিক নির্দেশ করতে পারে এই স্মার্টওয়াচ। এরমধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। এছাড়াও স্মার্টওয়াচে রয়েছে নেভিগেশনের জন্য crest app। এছাড়াও আগে থেকেই এতে আছে QR Tray feature যার সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করা যাবে। ফ্লিপকার্ট ও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে কেনা যাবে। দাম ধরা হয়েছে ১০৯৯ টাকা। চেরি ব্লসম, অ্যাক্টিভ ব্ল্যাক, অলিভ গ্রিন ও সিলভার মেটাল রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

কী ফিচার আছে?

১.৮৩” এইচডি ডিসপ্লে, ২৪০x ২৯৬ রেজোল্যুশন। ২.৫ডি কার্ভড ডিজাইন। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি ও কলিং সাপোর্ট। থাকবে সেনসেটিভ মাইক্রোফোন ও ক্লিয়ার স্পিকার। ১০০টির বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেস ও ৭০০-র বেশি অ্যাক্টিভিটি ট্র্যাকিং মোডের সুবিধা মিলবে। হিন্দি ও ইংরেজি ভাষায় নোটিফিকেশন আসবে। জল, ধুলো, ঘাম থেকে সুরক্ষার জন্য আছে IP67 রেটিং। হৃদস্পন্দন, ঘুম, SpO2 মনিটরিং করা যাবে। ভয়েজ অ্যাসিসট্যান্ট সাপোর্ট মিলবে। একবার চার্জে ৭ দিন ব্যাটারি চলবে।

 

Related Articles