প্রযুক্তি

জগারদের জন্য নতুন স্পোর্টস হেডফোন আনল সোনি

New sports headphones for joggers ​

The Truth of Bengal,Mou Basu: জগারদের কথা বিশেষ ভাবে চিন্তা করেছে সোনি। ফিটনেস ফ্রিক ব্যক্তিরা যাতে দৌড়তে দৌড়তেই বা ওয়ার্ক আউট করার সময় গানও শুনতে পারেন অথবা ফোনে কথাও বলতে পারেন তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ওয়ারলেস হেডফোন আনল সোনি। Float Run WI-OE610 নামক ওয়ারলেস হেডফোনের দাম ধার্য করা হয়েছে ১০,৯৯০ টাকা। জগার বা ফিটনেস ফ্রিকদের কথা ভেবেই এই বিশেষ রকমের ওয়ারলেস হেডফোন তৈরি করা হয়েছে।

হেডফোনের স্পিকার এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তা কানের অংশকে স্পর্শ করবে না। পুরোপুরি কানের অংশ ঢাকা না পরে গেলেও ভালো সাউন্ড কোয়ালিটি মিলবে বলে দাবি সোনি কর্তৃপক্ষের। ভারতীয় বাজারে ১০,৯৯০ টাকা মেলায় এই হেডফোন শুধু কালো রঙেই পাওয়া যাবে। সোনি রিটেল স্টোর্স, বড়ো বড়ো বৈদ্যুতিন সরঞ্জাম মেলে এমন দোকান ছাড়াও অনলাইনে অ্যামাজন ও ফ্লিপকার্টেও পাওয়া যাবে।

হালকা ওজনের হেডফোনে নেকব্যান্ড ডিজাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যে দৌড়নোর বা ওয়ার্কআউট করার সময় কোনো অসুবিধা হবে না। কানেও কোনো চাপ পড়বে না। ইকো হবে না হাই কোয়ালিটি সাউন্ড মিলবে। হেডফোনের ওজন মাত্র ৩৩ গ্রাম। সানগ্লাস বা হেয়ারব্যান্ড পরলেও কোনো অসুবিধা হবে না। হেডফোনের সঙ্গে ইউএসবি-সি চার্জার থাকবে। ১০ মিনিট চার্জে এক ঘণ্টা হেডফোন ব্যবহার করা যাবে বলে দাবি সোনি কর্তৃপক্ষের।

Related Articles