দূষণ চিহ্নিতকরণে রাজ্যের ভাবনায় নয়া অ্যাপস
New apps in state's mind to track pollution

The Truth Of Bengal : বর্তমানে, মানব সমাজের প্রধান সমস্যা হল পরিবেশ দূষণ। চারটি মৌলিক দূষণের ক্ষেত্র হল জল, ভূমি, শব্দ এবং বায়ু দূষণ। আমরা যে পরিবেশে বাস করি তার উপর এর বিরূপ প্রভাব রয়েছে৷ পরিবেশ দূষণকে নীরব ঘাতকও বলা হয় কারণ এটি স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে৷ কিন্তু দেরি না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা দায় ।দূষণকারী নামক পদার্থ দ্বারা পরিবেশের গুণমান ব্যাহত হয়। এই পদার্থগুলি এক জায়গায় উৎপন্ন হয় তবে জল বা বাতাসের মাধ্যমে অন্য এলাকায় স্থানান্তরিত হতে পারে। এবার দূষণ চিহ্নিত করার জন্য রাজ্য বানিয়ে ফেলল নয়া অ্যাপ। যার মাধ্যমে বায়ু দূষণ, শব্দ দূষণ ও জল দূষণ বোঝা যাবে। অস্বাভাবিক শব্দ হলে এই অ্যাপ থেকে স্থানীয় থানাতেও খবর দেওয়া যাবে।বায়ু দূষণের মাত্রা বেশি হলেও এই অ্যাপস জানিয়ে দেবে ব্যবহারকারীকে।রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।এটি হাতে থাকলেই তিনি যেখানে আছেন সেখানের রিয়েল টাইম দূষণের চিত্র জানতে পারবেন।
এছাড়া শব্দ দূষণের মাপ কত সেটিও বোঝা যাবে। যদি সাধারণ শব্দও হয় তাও এটি জানাতে পারবে। এবং এই অ্যাপের মাধ্যমে অস্বাভাবিক কিছু লাগলে পুলিশকে জানানো যাবে এই শব্দের বিষয়ে।বায়ু দূষণের মাত্রা জানার জন্য পরিবেশ দফতর রাজ্যের বিভিন্ন জায়গায় দূষণ মাপার ২০০টি স্বয়ংক্রিয় যন্ত্র বসিয়েছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী গোলাম রব্বানি একথা জানিয়েছেন। সব ব্লকে একটি করে এই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এমনকি বিধানসভা ভবনে এই যন্ত্র বসানোর জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি চেয়েছেন মন্ত্রী।দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম পরিবেশ দফতর নিজস্ব মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন মন্ত্রী। পরিবেশ দফতরের অ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিবেশ দূষণ সংক্রান্ত পরিসংখ্যান জানানোর পাশপাশি অভিযোগ পেশ করার ব্যবস্থা আছে।