প্রযুক্তি

শীঘ্রই আসতে চলেছে নতুন ও অত্যাধুনিক বৈদ্যুতিক বাইক

New and advanced electric bikes are coming soon

The Truth Of Bengal : দেশের বাজারে হু হু করে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। দেশের বাজারে নতুন ও অত্যাধুনিক বৈদ্যুতিক বাইকের চাহিদার কথা মাথায় রেখে নতুন বৈদ্যুতিক ব্যাটারি চালিত বাইক আনতে চলেছে Creatara নামক সংস্থা।ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী স্টার্ট-আপ সংস্থা Creatara-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসন্ন বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট VS4 এবং VM4 প্রকাশ করা হয়েছে। আইআইটি দিল্লির রিসার্চ অ্যান্ড ইনোভেশন পার্কে এই অত্যাধুনিক বাইকগুলির কনসেপ্ট প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

সূত্রের খবর, বৈদ্যুতিক বাইকগুলি একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সহ লঞ্চ করা হতে চলেছে। বাইকগুলিতে থাকতে চলেছে আকর্ষণীয় সেফ স্টার্ট টেকনোলজি। এই প্রযুক্তি অনুসারে, বাইক স্টার্ট দেওয়ার জন্য চালকের একটি ন্যূন্তম ওজন থাকা প্রয়োজন। যা অনুমতি বিহীন স্টার্ট এবং অনিচ্ছাকৃত দুর্ঘটনা রোধ করতে সক্ষম। এছড়াও বাইকের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ওঠার ঝুঁকি আটকাতে Creatara VS4 এবং VM4 –এ প্যাসিভ ব্যাটারি প্যাক কুলিং –এর সুবিধাও রয়েছে।

বাইকগুলিতে জিপিএস ট্র্যাকিং থাকবে।সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিকাশ গুপ্তা জানিয়েছেন, “আমাদের লক্ষ্য পরবর্তী প্রজন্মের জন্য গতিশীলতায় বিপ্লব ঘটানো। কোম্পানির তৈরি ইলেকট্রিক দুই চাকার গাড়িগুলি কেবল যানবাহন নয়, এগুলি ইনোভেশন, সাস্টেনিবিলিটি এবং পার্সোনালাইজড ফ্রিডমের নিদর্শন হতে চলেছে। বাইকগুলি বর্তমান প্রজন্মের গতিশীল জীবনধারারা সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ডিজাইন করা হয়েছে।”

 

FREE ACCESS

Related Articles