প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এআই প্রযুক্তিযুক্ত নয়া অ্যাপ মাইক্রোসফটের

Microsoft's new app with AI technology for Android users

The Truth Of Bengal : প্রতিদিন প্রযুক্তির জগতে নতুন নতুন উদ্ভাবন ঘটছে। ক্রেতাদের কথা মাথায় রেখে নতুন অ্যাপ এনেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটও। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন Copilot অ্যাপ আনল মাইক্রোসফট। এই অ্যাপে এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তির সুবিধা মিলবে। গুগল প্লে স্টোরে মিলবে নয়া Copilot অ্যাপ। এখনই অবশ্য iOS ভার্সনে এই অ্যাপের সুবিধা মিলবে না। নয়া অ্যাপে চ্যাটবটের সুবিধা মিলবে। নতুন Copilot এর অ্যাপের সাহায্যে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করা যাবে। এই অ্যাপে ওপেনআইয়ের সাম্প্রতিক মডেল, DALL-E 3 ও GPT-4 এর সুবিধা মিলবে।

সাধারণ লেখা থেকেই নিখুঁত ও দ্রুত ছবি তৈরি করা যাবে। বিনামূল্যে ওপেনআইয়ের সাম্প্রতিক GPT-4 মডেলের সুবিধা মিলবে। মাইক্রোসফট কো-পাইলটের মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে ওপেন এআই-র (Artificial intelligence) সর্বশেষ মডেল জিপিটি-৪ এবং ডিএএলএল-ই ৩ উপভোগ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে কনটেন্ট জেনারেটিং থেকে শুরু করে ফটো, ভিজ্যুয়াল বা গ্রাফিক্স তৈরির মতো কাজ করা যাবে। আনুষ্ঠানিকভাবে এই রিলিজের ঘোষণা না করলেও মাইক্রোসফট কো-পাইলট অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে (Google Play) পাওয়া যাচ্ছে এবং ব্যবহারকারীরা এটি ডাউনলোড করার সময় AI উপভোগ করতে পারবেন।

প্লে স্টোরের তালিকায় দেখা গেছে, অ্যাপটি সর্বশেষ আপডেট করা হয়েছিল ১৯ ডিসেম্বর। ডিএএলএল-ই থ্রি এর সাহায্যে, এটিকে কমান্ড দিয়ে ছবি তৈরি করা যেতে পারে। মাইক্রোসফট কো-পাইলট ব্যবহার করতে ব্যবহারকারীদের লগইন করতে হবে না। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে ব্যবহারকারীরা এই চ্যাটবটকে আরও বেশি প্রশ্ন করতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন। চলতি বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফট তাদের বিং চ্যাট এআই কে রিব্র্যান্ড করে মাইক্রোসফট কো-পাইলট বানিয়েছে।

 

FREE ACCESS

Related Articles