লুকে চমক Samsung Galaxy F55 5G নয়া মডেলের স্মার্টফোনের, কী কী ফিচার রয়েছে? জানুন
Look amazing Samsung Galaxy F55 5G new model smartphone, what are the features? get to know

The Truth Of Bengal, Mou Basu : ভারতের ক্রেতাদের কথা মাথায় রেখে স্যামসাঙ একটি নতুন অভিনব লুকের প্রথম লেদার স্টিচ ব্যাক সহ Samsung Galaxy F55 5G স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিঙের মতো বিভিন্ন ফিচার রয়েছে। স্যামসাঙ তিনটি স্টোরেজ মডেলে আনল। Samsung Galaxy F55 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 26,999 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজের মডেলের দাম 29,999 টাকা। 12GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে। ব্যাঙ্ক অফার হিসাবে কোম্পানি এই ফোনে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এই ফোনটি রেজিন ব্ল্যাক এবং এপ্রিকট ক্রাশ কালারে পেশ করা হয়েছে।
Samsung Galaxy F55 5G ফোনে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করা হয়েছে। ভালো উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy F55 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এতে ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 ও এনএফসির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল, ঘাম ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে। Samsung Galaxy F55 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে 4 বছর ওএস এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।