প্রযুক্তি

মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে লোকেশন!

Location can be tracked through the My Device app!

Truth Of Bengal: টেক জায়েন্ট গুগল তার ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের আপডেট করেছে। এই অ্যাপের মাধ্যমে এতদিন হারানো বৈদ্যুতিক গ্যাজেট কোথায় আছে তার লোকেশন জানা যেত। এখন ব্যবহারকারীরা বন্ধুবান্ধব ও পরিজনদের লোকেশন যদি তাঁরা শেয়ার করে থাকেন তা অনায়াসে জানতে পারবেন। এরমধ্যে নয়া ফিচার রোল আউট করেছে গুগল।

ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের নয়া ফিচারের মাধ্যমে গুগল গ্যাজেটের ট্র্যাকিং ও লোকজনের লোকেশন ট্র্যাক করাকে এক ছাদের তলায় আনতে চায়। আগে গুগল ম্যাপের সাহায্য বন্ধুবান্ধব ও পরিজনদের সঙ্গে নিজের রিয়েল টাইম লোকেশন শেয়ার করা যেত।

এখন ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমেও এটা করা যাবে। যাঁরা এতদিন গুগল ম্যাপের সাহায্যে লোকেশন শেয়ার করতেন তাঁরা এবার ফাইন্ড মাই ডিভাইস ম্যাপের ইন্টারফেজে চলে আসবেন। লোকজনের লোকেশন জানতে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে থাকা ‘পিপল’ ট্যাবে ক্লিক করুন।

Related Articles