নিনজার নতুন সুপার ফাস্ট মডেল প্রকাশ্যে আনল কাওয়াসাকি
Kawasaki has unveiled the new super fast model of the Ninja

The Truth of Bengal: দেশের বাজারে সুপার-ফাস্ট দামি বাইকগুলির মধ্যে কাওয়াসাকির তৈরি বাইকগুলির বিশেষ চাহিদা রয়েছে। ভারতের বাজারের কথা ভেবে নিনজা সিরিজের একটি নতুন বাইক, নিনজা 500
নামে নয়া মডেল এনেছে কাওয়াসাকি। বাইকের দাম 5.24 লক্ষ টাকা (এক্স শোরুম)।
কাওয়াসাকি নিনজা 500 –এর নতুন বাইকটিতে একটি রোবাস্ট 450cc লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি 45bhp শক্তি এবং 42.6 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিকে একটি 6 স্পিড গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই নতুন বাইকটি একটি মজবুত ট্রেলিস ফ্রেমে নির্মাণ করা হয়েছে। এছাড়াও নিনজা 500 -এ ক্লিপ অন বার এবং একটি ডিসটিঙ্কট স্প্লিট হেডলাইট ব্যবস্থা সহ আকর্ষণীয় ফুল ফেয়ারিং ডিজাইন রয়েছে। নয়া মডেলের বাইক মেটালিক স্পার্ক ব্ল্যাক রঙে মিলবে। বাইকটিতে একটি এলইডি ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে যার ফলে বাইকাররা বাইক চালাতে চালাতেই ফোন কনেক্ট করার সুবিধা পাবেন। এছাড়াও বাইকটিতে টেলিস্কোপিক ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন এবং ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। বাইকটির উচ্চতা 785 mm।