প্রযুক্তি

পুরোনো বাতিল স্মার্টফোন ফেলে না দিয়ে কীভাবে পুনর্ব্যবহার করবেন?

Smartphone use

The Truth of Bengal,Mou Basu: সামনেই আলোর উৎসব দীপাবলি। ধনত্রয়োদশী বা ধনতেরাস দিয়ে দীপাবলি শুরু হয়। আদতে অবাঙালিদের উৎসব হলেও ধনতেরাস এখন বাঙালির ঘরে ঘরে পরিচিত নাম। অনেকেই সৌভাগ্য কামনায় এই ধনতেরাসের দিন বৈদ্যুতিক গ্যাজেটস যেমন স্মার্টফোন, ট্যাবলেট কেনেন। কিন্তু দূষণের ভারে জর্জরিত পৃথিবীতে সঠিক ভাবে বৈদ্যুতিক বর্জ্যের নিষ্কাশন সমান ভাবে জরুরি। তাই বর্জ্য ভেবে বাতিল করে ফেলে না দিয়ে পরিবেশ সচেতন মানুষ হিসাবে পুরনো স্মার্টফোনকেই পুনরায় ব্যবহার করুন।

কীভাবে ব্যবহার করবেন পুরোনো স্মার্টফোন?

সিক্যুরিটি ক্যামেরা হিসাবে ব্যবহার করুন পুরোনো স্মার্টফোনকে পুরোনো ফোনে গুগল প্লে স্টোর থেকে আইপি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নিন। ফোনে যেন ইন্টারনেট সংযোগ সব সময় থাকে। ফোনটি এবার সিক্যুরিটি ক্যামেরা হিসাবে ব্যবহার করুন। অ্যাপে থাকা আইপি অ্যাড্রেসে লগ ইন করে যে কোনো ব্রাউজার খুলে আপনি রিয়েল টাইম লাইভ ফিড পাবেন। বিশেষ করে আপনি যদি অনেকক্ষণ বাড়ির বাইরে থাকেন আর আপনার বাড়ির চাবি অন্য কারোর হাতে থাকে।

গাড়ির নেভিগেশন জিপিএস হিসাবে ব্যবহার করতে পারেন পুরোনো স্মার্টফোন। গুগল ম্যাপে ম্যাপের অফলাইন ভার্সন ডাউনলোড করে নিন। গাড়িতে পুরোনো স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য যেন ইউএসবি পোর্ট থাকে। ফোনকে দাঁড় করিয়ে রাখুন। ম্যাপ দেখে গাড়ি চালানোর সময় সাহায্য নিন।

পোর্টেবল হটস্পট হিসাবে ব্যবহার করুন পুরোনো স্মার্টফোন। সস্তার কোনো মোবাইল নেটওয়ার্ক কানেকশন নিয়ে তা পুরোনো স্মার্টফোনে লাগিয়ে নিন। ওয়াইফাই হটস্পট ব্যবহার করুন।

পুরোনো স্মার্টফোন ট্রাইপডের ওপর দাঁড় করিয়ে রাখুন। ব্লুটুথ স্পিকারের সঙ্গে যুক্ত করে নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ব্যবহার করতে পারেন।

পুরোনো স্মার্টফোনে ডাউনলোড করে নিন গুগল প্লে মিউজিক, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো অ্যাপ। নতুন ফোনে এসব অ্যাপ ডাউনলোড না করে পুরোনো স্মার্টফোনে করুন। পুরোনো স্মার্টফোন মিডিয়া প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার নতুন ফোনের স্টোরেজ আর ব্যাটারি, দুইই বাঁচবে।

আপনার ঘরের এলইডি টিভিকে স্মার্ট বানানোর অভিনব পদ্ধতি হল ক্রোমকাস্ট। পুরোনো স্মার্টফোন এক্ষেত্রে ক্রোমকাস্টের সঙ্গে যুক্ত করে রাখুন। প্লেব্যাকের ঝুটঝামেলা নেই। ব্যাটারিও বাঁচবে স্মার্টফোনের।

Related Articles