প্রযুক্তি

স্মার্টফোনের মাধ্যমে কীভাবে বাড়ির হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করবেন?

How to control home appliances through smartphone?

The Truth Of Bengal, Mou Basu : আধুনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। ফোন শুধু এখন আর যোগাযোগের মাধ্যম নয়। তা আজ বিনোদন, পড়াশোনা, ব্যবসা, চাকরি ও লেখালেখিরও গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যম হয়ে উঠেছে। একইভাবে আপনার বাড়ির গৃহস্থালিকেও স্মার্ট বানাতে স্মার্টফোনের জুড়ি মেলা ভার। আপনার সুবিধামতো বাড়ির গৃহস্থালির কাজে বিশেষ করে রান্নাঘরে ব্যবহৃত হোম অ্যাপ্লায়েন্সকে নিয়ন্ত্রণ করতে পারেন স্মার্টফোনের সাহায্যে। এক্ষেত্রে আপনার স্মার্টফোনকেই রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করতে পারেন। টিভি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, থার্মোস্ট্যাট, আলো সবই ফোন মারফত নিয়ন্ত্রণ করা যাবে।

 

কীভাবে বাড়িকে স্মার্ট করবেন স্মার্টফোনের মাধ্যমে–

 

এমন হোম অ্যাপ্লায়েন্স বাছতে হবে যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন মারফত চালানো যাবে। অত্যাধুনিক স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স বাছতে পারেন। পুরোনো অ্যাপ্লায়েন্সকেও বদলে ফেলা যায় স্মার্ট প্লাগ বা অন্য বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে। অ্যাপ্লায়েন্স কেনার সময় কাগজপত্র বা উৎপাদক সংস্থার ওয়েবসাইট দেখে নিন।

আপনার বাড়ির গৃহস্থালির জিনিস কাজ করবে কিনা তা দেখে নিয়ে গুগল হোম, অ্যামাজন আলেক্সা, অ্যাপল হোম কিটের মতো স্মার্ট হোম প্লাটফর্ম বেছে নিন।

আপনার স্মার্টফোনে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করে নিন। অনেক যন্ত্রপাতির কাজ চালাতে ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ লাগে। ফোনে সব সংযোগ সম্পূর্ণ হলে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের সঙ্গে যুক্ত করে নিন। এটা হয়ে গেলেই আপনি আপনার স্মার্টফোন মারফত হোম অ্যাপ্লায়েন্সের কাজকর্ম সামলাতে পারবেন। ম্যানুয়ালিও করতে পারেন আবার শিডিউল করে রাখলে অটোমেশন মারফত আপনাআপনি কাজ করবে আপনার বাড়ির গৃহস্থালির সরঞ্জাম। সব সরঞ্জামে একই ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করবেন। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন।

FREE ACCESS

Related Articles