Kids Smartphone: ছোটদের জন্য এল বিশেষ স্মার্টফোন, ব্লক হবে অশ্লীল কনটেন্ট
ইন্টারনেটে ছেয়ে থাকা অজস্র অশালীন কনটেন্ট যাতে ছোটদের সামনে না আসে তার জন্য এইচএমডি গ্লোবাল ছোটোদের জন্য HMD Fuse স্মার্টফোন এনেছে।
						Truth of Bengal: নাবালকরাও আজকাল স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত। স্কুলের বাচ্চাদের অনলাইন পড়াশোনার জন্য স্মার্টফোন আবশ্যক হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় তারা স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট দেখে ফেলে। তাদের পাশাপাশি বিপদে পড়ে তাদের অভিভাবকরাও। ইন্টারনেটে ছেয়ে থাকা অজস্র অশালীন কনটেন্ট যাতে ছোটদের সামনে না আসে তার জন্য এইচএমডি গ্লোবাল ছোটোদের জন্য HMD Fuse স্মার্টফোন এনেছে। এই স্মার্টফোন বিশেষ HarmBlock AI ফিচারের মাধ্যমে কাজ করে। আপাতত স্মার্টফোন ব্রিটেনে এসেছে (Kids Smartphone)।
আরও পড়ুনঃ Student Movement: ধর্মতলায় ছাত্র সমাবেশ, ‘আঠারোর’ শক্তি নিয়ে লড়াইয়ের অঙ্গীকার
বিশ্বের প্রথম এই স্মার্টফোন ছোটদের ন্যুড কন্টেন্ট রেকর্ড করতে এবং কারোকে পাঠানোর ক্ষেত্রে বাধা দেবে। একইসঙ্গে ইন্টারনেটে ন্যুড বা প্রাপ্তবয়স্ক ছবি দেখা ও সেভ করাও আটকাবে। এই স্মার্টফোনটিতে SafeToNet ভিত্তিক HarmBlock AI ফিচার রয়েছে ফলে ফিচার লাইভ স্ট্রিমিং চলাকালীন যেকোনো অশালীন কন্টেন্ট ব্লক করে দেবে। স্মার্টফোনে থাকা এআই ফিচার ইন্টারনেট ছাড়াও কাজ করে এবং স্মার্টফোনের অ্যাপ, ক্যামেরা, ওয়েবসাইট ও ম্যাসেজ ট্র্যাক করতে সক্ষম। এই স্মার্টফোনের প্রাইভেসি সেন্ট্রিক ডিজাইনের কারণে ফটো সেভ, ভিডিও এবং ব্রাউজিং হিস্ট্রি সম্পূর্ণ নিরাপদ থাকবে। একইসঙ্গে স্মার্টফোনের কনটেন্ট ব্লকিং এআই ফিচার, ডিসপ্লেতে যে কোনো অশালীন কন্টেন্ট প্লে হলে সঙ্গে সঙ্গে সেটিকে ব্লক করে দেবে (Kids Smartphone)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
HMD Fuse স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। HMD Fuse স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।এছাড়াও উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP portrait লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 50MP front ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য HMD Fuse স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি ছাড়াও IP54 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5GHz Wi-Fi ও Bluetooth 5.1 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে (Kids Smartphone)।
				





