প্রযুক্তি

হ্যাকারদের থেকে রেহাই! নয়া আপডেট গুগলের

Google's new update protects you from hackers

Truth Of Bengal: হ্যাকারদের হাত থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে নতুন আপডেট নিয়ে এল টেক জায়েন্ট গুগল। অ্যান্ড্রয়েড ফোন ৩ দিন অব্যবহৃত থাকে, তবে এটি রিবুট এবং আনলক হবে নিজে থেকেই। সম্প্রতি গুগল তাদের প্লে স্টোরে এই নতুন সংস্করণ 25.14 ভার্সনে নয়া আপডেটেড ফিচার চালু করেছে৷ নয়া ফিচারের সাহায্যে নিরাপত্তা জোরদার করতেই ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও ব্যক্তিগত তথ্য অপব্যবহার থেকে রেহাই মিলবে৷

গত বছর অ্যাপল iOS 18.1 চালু করেছিল “ইনঅ্যাক্টিভিটি রিবুট” নামে একটি নতুন ফিচার ৷ সেই আপডেটে উল্লেখ করা হয়েছিল যে ৩ দিন ফোন ব্যবহার না হলে নিজে থেকেই রিবুট এবং লক হয়ে যাবে ৷ ব্যবহারকারীকে পুণরায় ডিভাইসটি চালু করতে হবে ৷ এবার অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমনই ফিচার চালু করল গুগল।

গুগলের স্বয়ংক্রিয় রিবুট সিস্টেমের নাম ‘Before First Unlock (BFU)’। এই ফিচারে ফোনটি টানা ৩ দিন আনলক না করা না-হলে স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে ৷ সে সময় স্মার্টফোন বিশেষ একটি মোডে চলে যাবে, যেখানে ফোনটিকে সম্পূর্ণরূপে এনক্রিপ্ট করা হবে। এই মোডে চলে গেল বায়োমেট্রিক লগ ইন কাজ করবে না, এমনকি কেউ এটি অ্যাক্সেস করতে পারবে না ৷

ব্যবহারকারী পাসকোড দিয়ে আনলক করলে তবেই এটি পুনরায় ব্যবহার করা যাবে। গুগলের নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতেও কাজ করবে ৷ তবে এটি অ্যান্ড্রয়েড টিভি, ওয়্যার ওএস বা অ্যান্ড্রয়েড অটো ডিভাইসগুলিতে কাজ করবে না। রিবুট করার পরে কোনও ডেটা হারিয়ে যাবে না। রিবুট করার পরে, ব্যবহারকারীকে পাসকোড বা পিন দিতে হবে। ফিঙ্গার প্রিন্ট দিলেও সেটি খুলবে না। যেহেতু একটি নির্দিষ্ট পাসকোড দেওয়া প্রয়োজন, তাই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে ৷

Related Articles