এআই প্রযুক্তির সাহায্যে খেলা যাবে দাবা, অভিনব প্লাটফর্ম গুগলের
Google's innovative platform lets you play chess with the help of AI technology

Truth Of Bengal: মৌ বসু: খুব শিগগিরই টেক জায়ান্ট গুগল চালু করতে চলেছে অনলাইন দাবা প্ল্যাটফর্ম ‘জেনচেস’। এই প্ল্যাটফর্মে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে দাবা খেলতে পারবেন দাবাড়ুরা। জেনচেস ব্যবহার করেছে ইমেজেন 3 মডেল।
যদি দাবা খেলার জন্য প্রয়োজনীয় থিম বেছে নেওয়া হয়, তবে জেনচেসে ব্যবহৃত এআই তার পরবর্তী কাজ শুরু করে দেবে ৷ বলা যায়, দাবা খেলার যদি কোনও ব্যক্তি সাদা রঙ বেছে Bday, তবে এআই নিজে থেকেই কালো রঙ পছন্দ করে খেলা শুরু করবে ৷ ‘GenChess’ এর দু’টি অপশন রয়েছে, ক্লাসিক এবং ক্রিয়েটিভ। ক্লাসিক অর্থাৎ এটি সাদা-কালো দাবা সেটের মতোই ৷ কিন্তু সৃজনশীল ৷
এক্ষেত্রে দাবা খেলার বোর্ড থেকে শুরু সমস্ত কিছু তৈরি করে দেবে AI ৷ যদি AI-এর সজানো বোর্ড পছন্দ না-হয় তবে আবার সেটি নতুন করে সাজাতে পারবেন ৷ GenChess-এ রাজা, রানি থেকে সৈনিক সবকটি কয়েনই পছন্দমতো তৈরি করতে পারবেন খেলোয়াড় ৷
GenChess খেলতে হলে https://labs.google/genchess সাইটে গিয়ে বিস্তারিত তথ্য ভালো করে দেখতে হবে । এরপর জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে, জেনারেট বোতামে ক্লিক করলেই প্রথন ধাপ তৈরি । এবার দাবা সেটের জন্য পছন্দের থিম বেছে নিতে পারেন ৷
GenChess-এর সাইটে উল্লেখ করা সমস্ত নিয়ম অবশ্যই মেনে চলতে হবে ৷ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের (FIDE) সঙ্গে অংশীদারিত্বে Kaggle-এ কোডিং, ডেটা বিজ্ঞানী এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের সাহায়্যে Google এই জেনচেস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ৷