এসি-র রিমোট হারিয়ে গেলেও আর চিন্তা নেই, স্মার্টফোন দিয়েই করুন কন্ট্রোল!
Even if the AC remote is lost, don't worry, control it with your smartphone!

The Truth of Bengal,Mou Basu: অনেক সময় এসি মেশিন বা বাতানুকূল যন্ত্র ঠিক থাকলেও খারাপ হয়ে যায় এসির রিমোট। সেক্ষেত্রে এসি চালানোই দুষ্কর হয়ে যায়। কিন্তু জানেন কি এসির নির্দিষ্ট রিমোট কন্ট্রোল ছাড়াও ফোনের মাধ্যমেও চালানো যাবে এসি। এক্ষেত্রে দরকার স্মার্ট এসি বা এমন এসি যা স্মার্ট এসি কন্ট্রোলারের মাধ্যমে চলবে। আর দরকার স্টেবল নেটওয়ার্ক কানেকশন। নন স্মার্ট এসি অর্থাৎ পুরনো মডেলের এসিও এই পদ্ধতিতে ফোনের মাধ্যমে চালানো যাবে তবে সেক্ষেত্রে স্মার্ট থার্মোস্যাট বা কন্ট্রোলার দরকার প্রযুক্তিগত পার্থক্য ঘোচাতে। তবে ফোনের মাধ্যমে এসি চালানোর জন্য সবচেয়ে আগে সঠিক অ্যাপ দরকার। অ্যাপ বাছাইয়ের জন্য আগে সেই অ্যাপ আপনার যন্ত্রের সঙ্গে মানানসই কিনা।
কীভাবে ফোনের মাধ্যমে এসি চালাবেন ও বন্ধ করবেন
১) অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস প্লাটফর্ম থেকে সঠিক মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
২) বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যেন আপনার স্মার্টফোন যুক্ত হয়। এটি খুবই জরুরি ফোনের মাধ্যমে এসি পরিচালনা করার জন্য।
৩) অ্যাপ খুলুন। নতুন এসি ইউনিট বা যন্ত্র যোগ করার অপশন বেছে নিন।
৪) অ্যাপ হয়ত আপনার এসির মডেল নম্বর চাইতে পারে। কোনো কোনো অ্যাপ হয়ত কিউআর কোড স্ক্যান করার কথা বলতে পারে।
৫) ফোন আর এসির মধ্যে পেয়ারিং বা যুক্ত করুন। পাসওয়ার্ড দিতে হতে পারে। পেয়ারিং হয়ে গেলে দেখে নিন অ্যাপের মাধ্যমে এসি পরিচালনা করতে পারছেন কিনা।