আপনিকি স্মার্টফোনের ব্যাক কভারে কার্ড ও টাকা রাখেন? জানেন নিজের কত বড় বিপদ ডেকে আনছেন?
Do you keep cards and money on the back cover of your smartphone? Do you know how much danger you are causing?

The Truth Of Bengal, Mou Basu : আজকালকার কর্মব্যস্ত জীবনে স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। অনেকে আজকাল স্মার্টফোনকেই ওয়ালেট বা মানিব্যাগ হিসাবে ব্যবহার করেন। রাস্তাঘাটে ব্যাগ থেকে মানিব্যাগ বের করার হ্যাপা এড়াতে অনেকেই স্মার্টফোনের ব্যাক কভারে ডেবিট বা ক্রেডিট কার্ড-সহ একাধিক রকমের কার্ড ও নগদ টাকার নোট রেখে দেন। জরুরি কাজের জন্য কিছু সংখ্যক নগদ টাকা ফোনের ব্যাক কভারের মধ্যে রাখলেও এতে হিতে বিপরীতই হয়। নিজের অজান্তেই আপনি আপনার স্মার্টফোনের বিপদ ডেকে আনছেন।
কীভাবে তা দেখে নিন এই প্রতিবেদনে—-
১) দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে বিশেষ করে গান শুনলে বা ভিডিও দেখলে অনেক সময়ই স্মার্টফোন গরম হয়ে যায়। এসময় ফোনের প্রসেসর সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী কাজ করে বলে গরম হয়ে যায়। তার ফলে ফোনও গরম হয়ে যায়। সব তাপ নির্গত হয়ে ফোনের ব্যাক কভার থাকলে তাতে জমা হতে শুরু করে। এবার ব্যাক কভারে যদি নোট বা কার্ড রাখেন তাহলে অতিরিক্ত আরও একটি স্তর হল। তাপ আরও বেশি করে জমা হতে শুরু করে। তাপ ঠিকঠাক বেরোতে না পারার কারণে ফোন গরম হয়ে যায় বেশি করে। অনেকক্ষেত্রে ফোনের বিস্ফোরণেরও আশঙ্কা থাকে।
২) অনেক মডেলের স্মার্টফোনে ওপরের দিকে অ্যান্টেনা থাকে। রিয়ার প্যানেলের নীচে ফোনের ব্যাক কভারে যদি নোট বা কার্ড রাখেন তাহলে ফোনের অ্যান্টেনার সিগনাল ধরতে অসুবিধা হবে। নেটওয়ার্কের সমস্যা হবে। কারণ কার্ডে চিপ ও সেন্সর থাকে।
৩) ব্যাক কভারে নোট বা কার্ড সমেত রেখে দিয়ে ফোন চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। তাই যদি দেখেন ফোন তাড়াতাড়ি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, ফোনের পেছনের কভারে নোট বা কার্ড রাখবেন না। সঙ্গে সঙ্গে ফোনের ব্যাক কভার খুলে ফেলুন। ফোনের নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে কিছুক্ষণ ফোন সুইচ অফ করে রাখুন। একটু ঠান্ডা হলে সুইচ অন করুন।