
The Truth of Bengal: উন্নত প্রযুক্তি ব্যাবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার সংখ্যা। গোটা বিশ্বে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাইবার প্রতারণার ঘটনা। তবে পরিসংখ্যানের নিরিখে ভয় ধরাচ্ছে ভারতে সাইবার প্রতারণার ঘটনা। গোটা বিশ্বে যে পরিমাণ সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে তার প্রায় দ্বিগুণ ঘটনা ঘটেছে ভারতে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। দেশের সাইবার প্রতারণার হারের পরিসংখ্যান তুলে ধরেছেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কো-অর্ডিনেটর এমইউ নায়ার। সামান্য কিছুর বিনিময়ে এখন ডিজিটাল পেমেন্ট করা হয়। আর এখান থেকেই অপরাধীরা তাদের ফাঁদ পাতে।
এছাড়া অহেতুক ফোন করে এবং ফোনে ভুয়ো পরিচয় দিয়ে অনেকের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিতে চায় সাইবার অপরাধীরা। গত ১০ মাসে দেশে সাইবার হামলায় ১৫০ কোটির বেশি মার্কিন ডলার প্রতারণার ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ঘটনার দ্বিগুণ। অন্যদিকে ভারতীয় সাইবার স্পেস গত ছয় মাসে গড়ে ২,১২৭ বার সাইবার হামলার সাক্ষী হয়েছে, যা বিশ্বব্যাপী গড়ে ১,১০৮-এর চেয়ে অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতে সাইবার অপারাধ প্রায় দ্বিগুণ।যা স্বাভাবিকভাবেই ভারতের সাইবার গোয়েন্দা থেকে প্রশাসনিক আধিকারিকদের কপালে ভাঁজ ফেলেছে।
সমস্ত কিছুই ডিজিটালে হয় বলে বেশিরভাগ সময়ই অপরাধীরা পার পেয়ে যায়। জানালেন জাতীয় সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা এমইউ নায়ার। সাধারণ মানুষকে আরও অনেক বেশি সতর্ক থাকার কথা এদিন জানান নায়ার। বহুবার এমনও দেখা গিয়েছে যেখানে বিদেশে বসে ভারতবর্ষে সাইবার অপরাধ সহজেই চালিয়ে যাচ্ছে অপরাধীরা। বেশিরভাগ অপরাধের ক্ষেত্রেই ফোন করে বেকুব বানানো হয় সকলকে। তাই প্রতিটি মানুষ ফোনে যেন তাদের তথ্য না দেন সেদিকে জোর দেন নায়ার।