প্রযুক্তি

নথিপত্র পাঠাতে পারবেন আরও সহজে! হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

Can send documents more easily! New feature in WhatsApp

Truth Of Bengal: মৌ বসু : মেটা কর্তৃপক্ষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর ব্যবহারকারীদের জন্য ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। এতে ব্যবহারকারীরা সরাসরি ফোনের ক্যামেরার সাহায্যে ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। যাঁরা প্রায়ই বিভিন্ন নথি স্ক্যান করে পাঠান, তাঁদের জন্য এই ফিচার অত্যন্ত উপকারী হবে তা বলাই বাহুল্য।

স্ক্যান ডকুমেন্ট’ ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর ডকুমেন্ট শেয়ারিং মেনুতে যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিজিক্যাল ডকুমেন্টগুলো সরাসরি স্ক্যান করে সঙ্গে সঙ্গে পাঠাতে পারবেন। আগে ব্যবহারকারীদের নথিপত্রের ছবি তুলে তা পাঠাতে হতো, যা সময়সাপেক্ষ ছিল এবং অনেক সময় ছবির গুণগত মান ভালো থাকত না। নতুন এই ফিচারের সাহায্যে স্ক্যান করা নথি পাঠানো আরও সহজ এবং দ্রুত হবে। ফলে সময় বাঁচবে এবং নথিপত্রের গুণগত মানও ভালো থাকবে।

এই নতুন ফিচারের মাধ্যমে আর ডকুমেন্টের ছবি তুলে তা ক্রপ করার ঝামেলা নেই। এখন সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। অফিসিয়াল নথি, ব্যক্তিগত ডকুমেন্ট বা জরুরি পেপার পাঠানোর ক্ষেত্রে এই ফিচার অত্যন্ত উপযোগী হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এটি এক বড় সুবিধা যা মেসেজিং প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করে তুলবে।

Related Articles