প্রযুক্তি

৬৫০ সিসির নয়া বাইক লঞ্চ করল বিএসএ মোটরসাইকেলস

BSA Motorcycles has launched a new bike of 650 cc

Truth Of Bengal:  স্বাধীনতা দিবসের দিন দেশের গাড়ির বাজারে নতুন BSA Gold Star 650 মোটরবাইক লঞ্চ করেছে বিএসএ মোটরসাইকেলস। ভারতের বাজারে এই নয়া মোটরসাইকেলটির দাম শুরু হচ্ছে ২.৯৯ লাখ টাকা (এক্স শোরুম) থেকে। বিএসএ মোটরসাইকেলসের পক্ষ থেকে ইতিমধ্যেই বাইকটির বুকিং গ্রহণ করা শুরু করে দেওয়া হয়েছে। নতুন BSA Gold Star 650 মোটরবাইক মোট পাঁচ ধরনের রঙে পাবেন ক্রেতারা।

যে সমস্ত গ্রাহকেরা এই বাইকটি কিনতে ইচ্ছুক তাঁরা অনলাইনে গিয়ে বিএসএ গোল্ড স্টার 650 –এর বুকিং করতে পারেন। গোল্ড স্টার 650 –এ একটি টেলিস্কপিক ফর্ক এবং টুইন শক অ্যাজর্ভারের সুবিধা পাওয়া যাবে। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে রয়েছে ডিস্ক ব্রেক। বাইকটিতে রয়েছে একটি টুইন পড, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও মিলবে ইউএসবি চার্জারের সুবিধা।

গোল্ড স্টার 650 বাইকটি একটি 652cc, 4-ভালভ, ডিওএইচসি, সিঙ্গল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিনের মাধ্যমে চালিত। এই ইঞ্জিনটি 6,500 rpm –এ 45 bhp শক্তি এবং 4,000 rpm –এ 55 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটিকে একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।

Related Articles