ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ করল boAt
boAt has launched a new smartwatch with e-SIM support in the Indian market

The Truth Of Bengal : বৈদ্যুতিক গ্যাজেটপ্রেমীদের জন্য সুখবর। এবার ভারতের বাজারে ই-সিমের সুবিধাযুক্ত নতুন স্মার্টওয়াচ boAt Lunar Pro লঞ্চ করল boAt। বিশেষ অফার মিলবে Jio সিমের সঙ্গে। গোলাকৃতি ডায়ালের নতুন এই ঘড়িটির ডান পাশে রয়েছে দুটি সাইট বাটন। আবার এতে রয়েছে বিল্ট-ইন জিপিএস সাপোর্ট। একবার চার্জে এটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ভারতীয় বাজারে boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটি স্লিক ব্ল্যাক এবং রিফাইন্ড ব্রাউন রঙে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি।
এরসঙ্গে নতুন জিও সিম নিলে ক্রেতারা পাবেন তিন মাসের জন্য ৩৯৯ টাকার কমপ্লিমেন্টারি প্ল্যান, সম্পূর্ণ বিনামূল্যে। boAt Lunar Pro LTE স্মার্টওয়াচটিতে ই-সিম সাপোর্ট থাকার ফলে স্মার্টফোনের সাহায্য ছাড়াই হাতের ঘড়ি থেকেই কল করা, মেসেজ করা যাবে। এই কারণে boAt হাত মিলিয়েছে জিও টেলিকম সার্ভিসের সঙ্গে। তবে আশা করা হচ্ছে খুব শিগগিরই এয়ারটেলের ই-সিমও এতে ব্যবহারযোগ্য হবে। নতুন মডেলের স্মার্টওয়াচে ১.৩৯ ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে ও একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস থাকবে। আবার হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ ট্র্যাকারের সুবিধা মিলবে। ১০০টির বেশি স্পোর্টস মোডের সুবিধা ও ইন-বিল্ট জিপিএস সাপোর্টের সুবিধা মিলবে। boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের ব্যাটারি একবার চার্জে সাধারণ ব্যবহারে ৭ দিন এবং ই-সিম এনাবল থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও স্মার্টওয়াচে কুইক ডায়াল প্যাড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সিডেন্টারি অ্যালার্ট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেটের সুবিধা মিলবে। জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।
FREE ACCESS