প্রযুক্তি

সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক ফিচারযুক্ত ইয়ারবাড আনল boAt

BOAt brings earbuds with advanced features at an affordable price

The Truth Of Bengal, Mou Basu : ডলবি অ্যাটমস প্রযুক্তি দ্বারা চালিত স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt boAt Airdopes 800 নামক ইয়ারবাড আনল ভারতের বাজারে। এতে রয়েছে ইএনএক্স টেকনোলজি সাপোর্ট, 50 এমএস লো ল্যাটেন্সি মোড এবং কোয়াড মাইক সেটআপ।

ভারতীয় বাজারে boAt Airdopes 800 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 1,799 টাকা। অ্যামাজনের মাধ্যমে অনলাইনে কেনা যাবে। আগ্রহী ক্রেতারা এটি ইন্টারস্টেলার ব্লু, ইন্টারস্টেলার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রিন এবং ইন্টারস্টেলার ব্ল্যাক রঙে কিনতে পারবেন।

নয়া boAt Airdopes 800 ইয়ারবাড ডলবি অ্যাটমস প্রযুক্তি সাপোর্ট করবে। এতে রয়েছে 10 এমএম টাইটেনিয়াম ড্রাইভার, যাতে বোট সিগনেচার সাউন্ড টেকনোলজি সাপোর্ট করবে।

ব্লুটুথ 5.3 সাপোর্ট করবে। এটিতে 50 এমএস লো ল্যাটেন্সি যুক্ত বিস্ট মোড রয়েছে। আর স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে রয়েছে ইএনএক্স প্রযুক্তি। আবার কোয়াড মাইক সেটআপও রয়েছে।

boAt Airdopes 800 ইয়ারফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে যে ব্যাটারি দেওয়া হয়েছে তা ৪০ ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাকটাইম পরিষেবা দিতে সক্ষম। তাছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ৫ মিনিট চার্জে এটি ১০০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। এতে অ্যাপ সাপোর্ট, মাল্টি পয়েন্ট কানেকশন এবং টাচ কন্ট্রোলের মতো ফিচারের সুবিধা মিলবে। এতে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং অ্যাডাপটিভ ইকুইলাইজার মোডের সুবিধাও।

Related Articles