সাবধান হোন, না হলে আপনি হতে পারেন সাইবার প্রতারণার শিকার , ভুলেও তুলবেন না এই নাম্বারগুলো থেকে আশা ফোন
Be careful, otherwise you may be a victim of cyber fraud, don't forget to call Asha from these numbers

The Truth Of Bengal: দিনে দিনে বদলাচ্ছে সাইবার প্রতারণার ধরন। আর এর মাধ্যমে জালিয়াতরা হাতিয়ে নিচ্ছে ব্যাংকে থাকা সমস্ত টাকা-পয়সা। সর্বশান্ত হতে পারেন আপনি । বর্তমানে whatsapp এ অচেনা নাম্বার থেকে ফোন করে কাজের অফার দিয়ে টাকা হাতিয়ে নেবার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
যদি অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কোন ইন্টারন্যাশনাল কল আসে তাহলে সতর্ক থাকতে হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। না হলে সাইবার প্রতারণার শিকার হতে হবে আমজনতাকে। বিশ্বের নানান প্রান্ত থেকে জালিয়াতরা জালিয়াতির জাল বিছিয়ে তুলছে । মোবাইলে ফোন আসতে পারে + ২১২, +২৭ , +৬০, +৬২,+২৫৪,+৮৪ নম্বর থেকে ।ফোনের অক্রান্ত থাকা ব্যক্তিটি মোটা ভারী গলায় মূলত কাজের অফার দিয়ে থাকেন ।
বাড়িতে বসে কাজ বা পার্ট টাইম চাকরি নিয়ে যারা আগ্রহী হন তাঁরাই মূলত এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন। উক্ত নাম্বারগুলি থেকে ফোন এলেই সেগুলো এড়িয়ে যাওয়া ভালো। তাহলে হতে পারেন সর্বসান্ত ফোন আসতে পারে ইথিওপিয়া , মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম থেকেও।