প্রযুক্তি

আইফোনে চুরি আটকাতে নয়া অস্ত্র অ্যাপলের

Apple's new weapon to prevent iPhone theft

Truth of Bengal: মৌ বসু: “চুরির ফাঁদ পাতা ভুবনে…..”, একথা মাথায় রেখেই আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার এনেছে টেক জায়েন্ট অ্যাপল। আইফোন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্যই এই বিশেষ ফিচারটি তৈরি করা হয়েছে। সম্প্রতি আইওএস ১৮.০১ অপারেটিং সিস্টেম আপডেট করা শুরু করেছে অ্যাপল। এই আপডেট ইনস্টলের পর বেশ কিছু আইফোন মডেলে নয়া সুরক্ষা ফিচার লক্ষ্য করা গেছে। নয়া ফিচারের কাজ হল দীর্ঘ সময় আইফোন লক থাকার পর এটি স্বয়ংক্রিয়ভাবে আইফোনকে পুনরায় বুট বা চালু করে।

যার ফলে নিরাপত্তা স্তর বাইপাসে করে বা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর ভেদ করা কঠিন হয়ে পড়ে হ্যাকারদের কাছে। আইওএস ১৮.২ এর কোডে এমবেড করা “ইনঅ্যাকটিভিটি রিবুট” (Inactivity Reboot) নামে একটি নতুন বৈশিষ্ট্য দেখা গেছে। আইফোন দীর্ঘ সময়ের জন্য আনলক থাকলে একটি স্বয়ংক্রিয় ট্রিগার চাপলেই রিবুট হওয়া শুরু করে। এছাড়াও আইফোন ব্যবহারকারীদের ডেটাতে ২টি নতুন নিরাপত্তার স্তর যোগ করেছে অ্যাপল। একটি প্রথমে আনলকের আগে, অন্যটি আনলকের পরে।

যখন আইফোন পুনরায় চালু করা হয়, তখন একটি বিশেষ নিরাপত্তা মোডে ঢুকে যায় সেটি। তখন শুধু ফোনের কল গ্রহণ করা বা ধরার অনুমতি দেওয়া রয়েছে। ব্যবহারকারী যখন প্রথমবার ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে ফোন আনলক করবেন তখনই শুধু নতুন ফিচারটি বন্ধ হবে। ফোন পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই অত্যাধুনিক নিরাপত্তা মোড চালু থাকবে। সম্প্রতি আমেরিকার পুলিশ বিভাগের এক রিপোর্টে বলা হয়েছে, ফরেন্সিক তদন্তের সময় বেশ কিছু আইফোন মডেল বারবার রিবুট হতে শুরু করেছে।

এই স্বয়ংক্রিয় রিবুট ফাংশনটি এই আইফোনগুলির আনলক করার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। ৪০৪ মিডিয়ার প্রতিবেদন অনুসারে, আমেরিকার মিশিগান পুলিশও তাদের রিপোর্টে জানিয়েছে, অ্যাপল সম্প্রতি এই রিবুট বৈশিষ্ট্য এনেছে যা অন্য ফোন থেকে তা করা হচ্ছে। কিন্তু, রিবুট করার পেছনে এটি আসল কারণ নয় বলে মনে করছে তারা। তবে এবারই প্রথম বার নয়, এর আগেও ইউএসবি কানেকশন মারফত আইফোন থেকে তথ্য চুরি আটকাতে অ্যাপল আইফোনে ইউএসবি ডিবাগিং প্রক্রিয়া ডিসেবল করে দিয়েছিল।

Related Articles