প্রযুক্তি

দীপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে, ভারতীয়দের পর্যটনের অংশ হওয়ার আহ্বান মালদ্বীপের

Amid strained biweekly ties, Maldives calls on Indians to become part of tourism

The Truth of Bengal: ভারত-মালদ্বীপ সম্পর্কের চির ধরতেই প্রভাব পড়েছে মালদ্বীপের পর্যটন শিল্পে। গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর এর নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ভারত মালদ্বীপের মধ্যে দীপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মালদ্বীপ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় ভারত। দ্বীপ রাষ্ট্রের তিন কর্মকর্তা সামাজিক মাধ্যমে ভারত এবং প্রধানমন্ত্রীর নামে অবমাননাকর মন্তব্যের পরই, বহু ভারতীয় সেলিব্রিটি সহ ভারতীয়রা মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

পর্যটক আগমনের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে প্রথম চার মাসে ভারত থেকে আগত পর্যটকদের সংখ্যা কমেছে ৪২ শতাংশ। পর্যটন মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে মালদ্বীপে চার মে পর্যন্ত ভারত থেকে মোট ৪৩ হাজার ৯৯১ জন পর্যটক গেছে। গত বছর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মালদ্বীপে ৭৩ হাজার ৭৮৫ জন পর্যটকের আগমন ঘটেছিল যা রেকর্ড সৃষ্টি করেছিল। মালদ্বীপে ভারত থেকে আগত পর্যটকদের সংখ্যা নিরিখে শীর্ষ স্থানে ছিল ভারত, গত জানুয়ারিতে সেই স্থান হয়েছে ষষ্ঠ। মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটনকেন্দ্রিক।

করিমপুর ফলে ভারত থেকে পর্যটক আগমনের সংখ্যা কমায় প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। গত সোমবার দ্বীপপুঞ্জের দেশটির পর্যটন মন্ত্রী ভারতীয়দের দেশটির অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানিয়েছে যা পর্যটনের উপর নির্ভরশীল। দেশটির পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল ভারতের সঙ্গে মালদ্বীপের ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেওয়ার কথা বলেছেন। দুই দেশ একসঙ্গে পর্যটনের উপর কাজ করার আহ্বানও জানান তিনি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মেটে কিনা সেটাই এখন দেখার।

Related Articles