ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ‘বাজার’ লঞ্চ করতে চলেছে অ্যামাজন
Amazon is going to launch 'Bazar' thinking about Indian buyers

The Truth of Bengal : ভারতীয় ক্রেতাদের হাতে কম দামে উচ্চ মানের পণ্য তুলে দিতে এবার উদ্যোগী হল বিখ্যাত বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন। কম দামে উচ্চ মানের নন ব্র্যান্ডেড ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এবার আমেরিকার বহুজাতিক সংস্থা অ্যামাজন ‘বাজার’ লঞ্চ শুরু করতে চলেছে।
এই ‘বাজারে’ ট্রেন্ডি ফ্যাশনেবল জামাকাপড় ও লাইফস্টাইল পণ্য বিক্রি করার জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না বিক্রেতাদের। সব পণ্যই অ্যামাজনের স্পেশ্যাল স্টোরে রাখা হবে। দেশের সমস্ত আয়ের মানুষের কথা ভেবে অ্যামাজনের “বাজার”-এ সব পণ্যের দাম ৬০০ টাকার নীচে রাখা হবে। কোনো রকম ঝঞ্ঝাট, ঝামেলা ছাড়া ক্রেতাদের হাতে পণ্য তুলে দেবেন বিক্রেতারা।
বর্তমান যুগে তুলনামূলক কম দামে নন ব্র্যান্ডেড ফ্যাশন আর লাইফস্টাইল পণ্য বিক্রি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে Meesho। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে নন ব্র্যান্ডেড কিন্তু সস্তায় ভালো মানের পণ্য কিনতে পারেন ক্রেতারা। বাজারে এই সেগমেন্টটির বাড়তে থাকা জনপ্রিয়তার ওপর লক্ষ্য রেখে তাই এবার ব্যবসায়িক পদক্ষেপ করতে চলেছে অ্যামাজন।
FREE ACCESS