এআই চালাবে রাইফেল! জঙ্গিদের শায়েস্তা করতে অভিনব আবিষ্কার পড়ুয়াদের
AI will operate rifle! Students invent novel to punish terrorists

Truth Of Bengal: অভিনব আবিষ্কার করে অনশিত শ্রীবাস্তব, আদর্শ কুমার, অভিজিৎ পাণ্ডে, সত্যম সাইনি ও আয়ূষ পাণ্ডের মতো একদল বিটেক পড়ুয়া। অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযানে আমরা প্রযুক্তির অসাধারণ নমুনা দেখেছি। ভবিষ্যতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাব সামরিক অভিযানে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের গোরক্ষপুরের ৫ মেধাবী বিটেক পড়ুয়া জঙ্গি দমনে এক অত্যাধুনিক রাইফেলের প্রোটোটাইপ তৈরি করেছেন।
৫ বিটেক পড়ুয়া গোরক্ষপুরের গিদার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের এআই অ্যান্ড মেশিন লার্নিং বিভাগের ছাত্র। এআই প্রযুক্তির সাহায্যে চলবে রাইফেল। নিজেদের আবিষ্কার প্রসঙ্গে টিম লিডার অনশিত শ্রীবাস্তব বলেন, ‘পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার ঘটনার পর এমন অস্ত্রর প্রয়োজন সবচেয়ে বেশি হয়ে উঠেছে। আমরা এতে অটোমেটিক ট্রিগার, ৪টি ভিন্ন সেন্সর, একটি ক্যামেরা, র্যাস্পবেরি পাই, ইস্পাত ও বিভিন্ন ধাতু ব্যবহার করেছি। ৩৬০ ডিগ্রির মধ্যে টার্গেট চিহ্নিত করে নিখুঁত লক্ষ্য নিশানা করতে পারে এই এআই রাইফেল।’
আদর্শ কুমার ও অভিজিৎ পাণ্ডে নামে ২ পড়ুয়া জানান, ৮ মাস ধরে নিরলস প্রচেষ্টার পর আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল তৈরি করতে পেরেছি। খরচ পড়েছে আড়াই লাখ টাকা। জঙ্গিরা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকলে তাদের চিহ্নিত করে নিশানা করা খুব কঠিন হয়। এরকম পরিস্থিতিতে এই রাইফেল ভীষণ ভাবে কার্যকরী। আমরা নাম দিয়েছি ‘অ্যান্টি টেরোরিস্ট এআই গান’। মানুষের প্রয়োজন পড়বে না শত্রুকে টার্গেট করতে।
জ্যামার বিঘ্ন ঘটাতে পারে না কারণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলে। দুর্গম জায়গায় যেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছতে পারে না সেখানে অনায়াসে বসানো যায় এআই রাইফেল। রেডিও সিগনালের সাহায্যে চলবে।’ আরেক পড়ুয়া সত্যম সাইনি জানান, রাইফেলের মধ্যে ডেটা ক্যামেরা সন্দেহভাজনের ছবি তুলে তা মিলিয়ে দেখবে ডেটাবেসে থাকা ছবির সঙ্গে। চিহ্নিত হলেই গুলি চালাবে।’