প্রযুক্তি

নড়ল টনক!, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তিযুক্ত সফটওয়্যার চালুর পরিকল্পনা রেলের

AI technology

The Truth of Bengal,Mou Basu: গত এক দশকে ২০০’র বেশি বন্য হাতির রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। সম্প্রতি দিন কয়েক আগে উত্তরবঙ্গে মালগাড়ির ধাক্কায় রেললাইন পেরোতে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায় শাবক-সহ ৩ হাতির দেহ। গড়ে প্রতি বছর ২০ হাতির বেঘোরে প্রাণ যায় ট্রেনের ধাক্কায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো নিজেই স্বীকার করেছেন গত ৩ বছরে ৪৫টি হাতির মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। শেষ পর্যন্ত এত ‘গজরাজ’-এর মৃত্যুতে টনক নড়ল রেলমন্ত্রকের। রেললাইন পেরোতে গিয়ে যাতে আর কোনো হাতির মৃত্যু না হয় তার জন্য এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তিযুক্ত সফটওয়্যার চালু করার উদ্যোগ নিয়েছে রেল। গজরাজের সুরক্ষায় ব্যবহার করা হবে ‘গজরাজ সুরক্ষা’ নামে নয়া প্রযুক্তি ব্যবস্থা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই এআই প্রযুক্তিযুক্ত সিস্টেম বাংলা, ওড়িশা, কেরালা, অসম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড,
ছত্তিশগড় ও তামিলনাড়ুর কিছু অংশে চালু করার কথা ঘোষণা করেছেন। একাধিক রাজ্যে বিস্তৃত এলিফ্যান্ট করিডরের প্রায় ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে এই নয়া সিস্টেম বসানো হবে। এর জন্য আনুমানিক খরচ হবে ১৮১ কোটি টাকা। এই এআই প্রযুক্তিযুক্ত গজরাজ সুরক্ষা সিস্টেম পাইলট প্রকল্পের অধীনে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল অসমে চালু করেছিল। সেই প্রকল্প সফল হয়েছে, তারপরই অন্য জায়গায় এই নয়া সিস্টেম বসানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

কী এই গজরাজ সুরক্ষা সিস্টেম? কীভাবে কাজ করে?
গজরাজ সুরক্ষা সিস্টেম হল এক ধরনের ইন্ট্রুসন ডিটেকশন সিস্টেম বা আইডিএস সিস্টেম। এই নয়া সিস্টেম এআই অ্যালগরিদমে নির্ভর করে কাজ করে। ৯৯.৫% ট্রেন ও হাতির ধাক্কা আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এড়াতে পারে এই সিস্টেম। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে চটজলদি সিগন্যাল পাঠানো হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, হাতি চলাচলের সময় গজরাজের পদশব্দে যে ভাইব্রেশন হবে তা চিহ্নিত করতে পারবে অপটিক্যাল ফাইবার কেবল। সঙ্গে সঙ্গে সিগন্যাল চলে যাবে। গজরাজ সুরক্ষা সিস্টেম সেই অনুযায়ী ২০০ মিটারের মধ্যে রেললাইনের কোথায় হাতি আছে তা চিহ্নিত করে ফেলবে। ইন্ট্রুসন ডিটেকশন সিস্টেম নিখুঁত ভাবে অ্যালার্ম পাঠিয়ে দেবে নিকটবর্তী স্টেশনের স্টেশন মাস্টারের কাছে। তিনিই ট্রেন চালক বা লোকো পাইলটকে আগেভাগে সতর্ক করে দেবেন। ট্রেন থেমে যাবে বা ধীর গতিতে চলবে। তখনই হাতির মৃত্যু ঠেকানো সম্ভব হবে। গজরাজ সুরক্ষা সিস্টেমের সফটওয়্যার এমন ভাবে তৈরি যে তা আলাদা করে রেললাইনের ওপর হাতি না মানুষ না আলাদা কোনো প্রাণী রয়েছে তা চিহ্নিত করতে পারে। সিস্টেম মারফত অ্যালার্ট চলে যাবে ট্রেন চালক ও কন্ট্রোল রুমের কর্মীদের কাছেও।

Related Articles