আমজনতার নাগালে এবার ‘এআই’ প্রযুক্তি! জানুন মেটার নতুন ফিচারে পাবেন কি কি সুবিধা
'AI' technology now within the reach of our people! Know what benefits you will get in Meta's new features

The Truth Of Bengal : যত দিন যাচ্ছে উন্নত প্রযুক্তির চাহিদা তত বেড়েই চলেছে। দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে মুঠোফোন। সকালে ঘুম থেকে উঠে হাতে চায়ের কাপ হোক বা না হোক মোবাইলের খোঁজ পরে সবার আগে। ঘড়িতে সময় দেখার অছিলায় বার হাত চলে ফোনের মধ্যে থাকা whatsapp এবং facebook এ। কিন্তু সম্প্রতি whatsapp তাদের কিছু ফিচার পরিবর্তন করেছে। শুধু পরিবর্তন করেছে বলা ভুল হবে নতুন ফিচারও এড করেছে। কী সেই ফিচার? আপনার কি নজরে এসেছে নতুন হোয়াটসঅ্যাপ ফিচারটি?
বেশ কিছুদিন ধরেই বাজারে বেড়েছে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি। এ আই এর বুদ্ধিমত্তার কাছে হার মানছে মানুষের বুদ্ধিমত্তা। শুধু বুদ্ধিমত্তা নয় মানুষের বিকল্প হয়ে উঠেছে এই উন্নত প্রযুক্তিটি। ব্যবসা, চাকরি কিংবা স্বাধীন যে কোন কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করে দিয়েছে। একেবারে মানুষের মস্তিষ্কের মতোই মুশকিল আসানের কাজ করছে এই প্রযুক্তি। ‘চ্যাটজিপিটি’, ‘বিংএআই’ এবং ‘গুগ্ল বার্ড’-এর মতো মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্সঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই। অর্থাৎ এবার স্মার্টফোন হবে আরো স্মার্ট। হঠাৎ কোনো অজানা বিষয় মাথায় এলে ‘গুগ্ল সার্চ’-এ গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয়, তার চেয়ে অনেক কম সময়ে, নির্ভুল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই ‘চ্যাটবট’। ‘এআই’ জেনারেটেড ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি। মেটা এআই বর্তমানে ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-এর সাহায্যে হোয়াট্সঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে কাজ করছে। বিভিন্ন খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বৃহৎ কাজের পরিকল্পনা দিতে প্রস্তুত এআই।
হোয়াটসঅ্যাপে মেটা ‘এআই’ কিভাবে কাজ করবে?
ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। যারা whatsapp গ্রুপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে তাদের সাহায্য করবে মেটা ‘এআই’। এবারে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে ঘুরতে যাওয়ার সাথে এআই এর কি সম্পর্ক? কিভাবে সাহায্য করবে এই উন্নত প্রযুক্তি? হ্যাঁ, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন সেখানকার আবহাওয়া কেমন সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই। এছাড়াও যারা ফুড ব্লগিং করতে ভালোবাসেন তারাও পাবেন নানান সুযোগ সুবিধা। কবে কোথায় নতুন রেস্তোরাঁ চালু হল সমস্ত তথ্য জানাবে এই উন্নত প্রযুক্তিটি। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য জানাতে সাহায্য করবে মেটা ‘এআই’।
কিভাবে ব্যবহার করবেন?
এই নতুন ফিচারটি ব্যবহারের আগে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করা আছে কিনা। যদি না থাকে তাহলে প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ টি আপডেট করে নিন। এরপর ফোন বা ওয়েব whatsapp খুললেই নিচের বেগুনি রঙের গোলাকৃতি কি চিহ্ন ফুটে উঠবে। সেই আইকনিক ক্লিক করলে মেয়েটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে। সেখানে আপনি আপনার পছন্দমত নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।
ইনস্টাগ্রামে মেটা ‘এআই’ কিভাবে কাজ করে?
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেটা ‘এআই’ এর সঙ্গে সরাসরি মেসেজে নানান তথ্য সম্পর্কে জানতে পারবেন।
ফেসবুকে মেটা ‘এআই’ কিভাবে কাজ করে?
কোন তথ্য সম্পর্কে জানতে ফেসবুক ব্যবহারকারীরা মেটা ‘এআই’ এর দ্বারা নানান তথ্য সম্পর্কে জানতে পারবে। যেমন ধরুন, আপনি অরোরার কোন ছবি পোস্ট করেছেন। বছরের কোন সময়, কোথায় এবং কতক্ষণের জন্য মেরুজ্যোতি দেখা যায় সেই সমস্ত প্রকার তথ্য আপনাকে জানান দেবে মেটা ‘এআই’।