প্রযুক্তি

সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটার আনল Bajaj Auto

Affordable electric scooters by Bajaj Auto

The Truth Of Bengal, মৌ বসু: বাজাজ অটো (Bajaj Auto) Bajaj Chetak 2901নামে তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। দাম ৯৫,৯৯৮ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। আগামী ১৫ জুন থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। সংস্থার ৫০০টি অথোরাইজ ডিলারশিপ থেকে মিলবে মডেলটি। বাজাজ সংস্থার দাবি, নিত্যদিন চলাফেরার জন্য Bajaj Chetak 2901 আনা হয়েছে। এই ই-স্কুটারটি ফুল চার্জে ১২৩ কিলোমিটার পথ চলতে পারবে, এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৬৩ কিলোমিটার।

এতে রয়েছে মেটাল বডি, যা খুব কম স্কুটারে দেখা যায়। রেড, হোয়াইট, ব্ল্যাক, লাইম ইয়েলো, এবং অ্যাজিইওর ব্লু রঙে মিলবে এই বৈদ্যুতিক স্কুটার। Bajaj Chetak 2901-এ স্কুটারে রয়েছে কালার ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার। আবার ক্রেতারা চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে টেকপ্যাক (TecPac) নিয়ে নিলেই যুক্ত হবে একাধিক বৈশিষ্ট্য। যেমন হিল হোল্ড, রিভার্স, স্পোর্ট ও ইকোনোমি মোড, কল ও মিউজিক কন্ট্রোল, ফলো মি হোম লাইট এবং ব্লুটুথ অ্যাপ কানেক্টিভিটি।

Bajaj Chetak-এর প্রতিটি ভ্যারিয়েন্টে TecPac আপগ্রেড করা যাবে। ফলে অ্যাপ কানেক্টিভিটি, কল ম্যানেজমেন্ট, মিউজিক কন্ট্রোল, জিও ফেন্সিং ও বিভিন্ন রাইডিং মোডের সুবিধা মিলবে। Bajaj Chetak Urban ও Chetak Premium মডেলে রয়েছে যথাক্রমে ২.৯ কিলোওয়াট ও ৩.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। এদের রেঞ্জ ১১৩ কিলোমিটার ও ১২৬ কিলোমিটার। টপ স্পিড প্রতি ঘন্টায় ৭৩ কিলোমিটার। Urban ও Premium-এর দাম যথাক্রমে ১.২৩ লাখ টাকা ও ১.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম)।