প্রযুক্তি

চাকরি খাবে AI! ছাঁটাইয়ের পথে ৪১% কোম্পানি

41% companies worldwide plan to cut workforce, automate with AI

Truth Of Bengal: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট অনুসারে, প্রায় 41% কোম্পানি AI অটোমেশনের কারণে ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। ২০৩০ সাল পর্যন্ত ১৭০ মোলিয়ন চাকরি তৈরি হবে। চাকরি যাবে ৯২ মিলিয়নের।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, সাইবার সিকিউরিটি সেক্টরে চাকরির চাহিদা বাড়বে।

এআই, রোবোটিক্স এবং এনার্জি সিস্টেমের অগ্রগতি, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশগত প্রকৌশলে, এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা বাড়াবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ক্যাশিয়ার এবং প্রশাসনিক সহকারীর মতো পদের চাহিদা কমবে। পাশাপাশি এই রিপোর্টে বলা হয়েছে, নার্সিং পেশাজীবী এবং শিক্ষা বিশেষজ্ঞদের চাহিদাও বাড়বে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যেমন সুযোগ বাড়বে তেমনি ঝুঁকিও নেহাত কম নয়। প্রায় ৭০% কোম্পানি এআই টুলস ডিজাইন করতে পারবে এমন কর্মীদের নিয়োগের পরিকল্পনা করছে বিভিন্ন কোম্পানি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্টে আরও বলা হয়েছে যে এই সময় সরকারের উচিত যে স্কিল গ্যাপ রয়েছে, তা পূরণ করা। যেই যেই ক্ষেত্রে চাকরির সুযোগ আগামীতে বাড়বে, সেখানে রিস্কিল এবং আপস্কিলের উদ্যোগ নিতে হবে।

Related Articles