ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চ্যাট লক ফিচার আনছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট

The Truth Of Bengal Desk, Mou Basu: স্মার্টফোনের পাশাপাশি অনেকেই এখন ওয়েবে বা কম্পিউটারের মাধ্যমেও সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু কম্পিউটার যদি ব্যক্তিগত না হয় যদি অফিস বা অনত্র অনেকেই সেই কম্পিউটার ব্যবহার করেন তাহলে সেই কম্পিউটারের মাধ্যমে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে ব্যক্তিগোপনীয়তার প্রশ্ন ওঠে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের কথা ভেবে চ্যাট লক ফিচার আনছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা। এবার গোপনীয়তার স্বার্থে ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট লক করতে পারবেন। এর ফলে চ্যাট ব্যক্তিগত থাকবে। বিনা অনুমতিতে তা কেউ দেখতে পাবেন না।
পরীক্ষামূলকভাবে গত বছরই অ্যান্ড্রয়েড আর আইওএস প্লাটফর্মে ওয়েবে হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার চালু হয়। মোবাইলে আগে থেকেই চালু আছে চ্যাট লক ফিচার। চ্যাট লক ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাট লক করে বিশেষ ফোল্ডারে রাখা সম্ভব। WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, ওয়েব ভার্সনেও খুব শিগগিরই মেটা হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার আনছে।