খেলাটি২০ বিশ্বকাপ

T20 WCUP 2024: চ্যাম্পিয়নদের জন্য অবিস্মরণীয় দিন: বন্দে মাতরম, ওয়াংখেড়েতে গ্র্যান্ড সেলিব্রেশনে রোহিত-কোহলির নাচ

T20 WCUP 2024: Unforgettable day for champions: Rohit-Kohli dances in grand celebration at Vande Mataram, Wankhede

The Truth Of Bengal : ক্রিকেট উন্মাদনার আবেগে ভেসে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার সদস্যরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্র্যান্ড সেলিব্রেশন হল। তার আগে হুড খোলা বাসে করে মেরিন ড্রাইভ দিয়ে লাখ মানুষের ভিড়ে এগিয়ে যান রোহিত-কোহলিরা। বিশাল জনতার প্লাবত উপচে পড়ে। ব্যস্ত মেরিন ড্রাইভের ট্রাফিক ব্যবস্থা থমকে গিয়েছিল। উত্সাহী ভক্তরা প্রিয় তারকাকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিল গোটা মেরিন ড্রাইভ জুড়ে। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস থেকে শোভাযাত্রা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাসটি ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে এগিয়ে যায়। অন্যদিন এই পথে পাঁচ মিনিট লাগে। এদিন সেই পথে যেতে সময় লাগল দেড় ঘণ্টার বেশি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করা হয়। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিসিসিআই-এর তরফে টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকার চেক দেওয়া হয়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভাংড়া নাচতে দেখা যায়। উত্সব পরিবেশকে যা অন্য মাত্রা দেয়। এই সম্মান গ্রহণ করতে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন যে, টি-২০ বিশ্বকাপের এই ট্রফি গোটা দেশের জন্য সমর্পিত করা হল। বর্তমান টিমের একমাত্র রোহিত শর্মা যিনি মহেন্দ্র সিং ধোনির ২০০৭ স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। এখন ৩৭ বছর বয়সে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিলেন। বর্তমান দলের সবচেয়ে বেশি বয়সী সদস্য তিনি।

বিরাট কোহলি দলের অভিনন্দন গ্রহণের অনুষ্ঠানের সময় ওয়াংখেড়েতে ভরা দর্শকদের সামনে বলেন, তিনি তাদের ১৫ বছরের স্কোয়াডে রোহিত শর্মাকে এতটা আবেগপ্রবণ দেখেননি কখনও।

 

 

 

২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপ এনে দেওয়া ছক্কা গ্যালারিতে পড়ার মুহূর্ত থেকে ওয়াংখেড়ের আলাদা জায়গা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। শচীনকে কাঁধে তুলে নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করেছিল টিম ইন্ডিয়া।

কোহলিদের কাঁধে গুরু দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিলেন শচীন। এখন ৩৫ বছর বয়সে এই মাঠে দাঁড়িয়ে কোহলি বলেন, তিনি এবং তাঁর অধিনায়ক রোহিত গত ১৫ বছর ধরে দায়িত্বটি ভালভাবে সামলেছেন। সফলভাবে কাপ ঘরে তুলেছেন।

২০১১ সালের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি শচীন টেন্ডুলকার, হরভজন সিং এবং যুবরাজ সিংকে আবেগে আপ্লুত দেখেছিলেন। সেই সময়ে সম্ভবত তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারেননি যে এই আবেগ কোথা থেকে এসেছে। কিন্তু এখন তিনি বুঝতে পারেন।

কোহলি বলেন, ‘আমি সিনিয়র খেলোয়াড়দের আবেগের সঙ্গে এখন সেই সময় নিজেকে সংযোগ করতে পারিনি, যারা সেই রাতে কেঁদেছিলেন। কিন্তু এখন আমি বুঝতে পারি। কেন তাঁরা কেদেছিলেন।‘

এই বিশ্বকাপ জয় হার্দিক পাণ্ডিয়ার জন্য বিশেষ ভাবে চিহ্নিত হয়ে থাকবে। আইপিএলে ‘মুম্বাই ইন্ডিয়ান’ ভাল না খেলায় তাঁকে অনেক অপমান করা হয়েছে। দর্শকদের বিদ্রূপ সহ্য করতে হয়েছে।

জবাব দেওয়ার জন্য বোধহয় বিশ্বকাপকে বেছে নিয়েছিলেন হার্দিক। ফাইনালে তাঁর শেষ ওভারের বল ইতিহাসে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ জিতে ফেরার পর দেশবাসীর উচ্ছ্বাস দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন হার্দিক।

Related Articles