সুরক্ষা বলয়ে ভারত-পাক ম্যাচ, নিরাপত্তা বাড়াতে স্নাইপার
India-Pak match strengthened by security, sniper to increase security

The Truth Of Bengal : এই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে নাসাউ কাউন্টিতে। ইতিমধ্যেই এই স্টেডিয়ামে স্নাইপার বসানো হয়েছে। এখানে টেলিস্কোপিক রাইফেল নিয়ে পাহারায় থাকবে পুলিশ। এছাড়াও জঙ্গিহানা থামানোর ক্ষেত্রে পারদর্শী সোয়াট ইউনিটকে কাজে লাগানো হবে। জানা যায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আটটি ম্যাচ হবে নাসাউ কাউন্টিতে। এর মধ্যে রয়েছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। আর ঠিক এই ম্যাচ ঘিরেই এসেছিল হুমকি। এরপর নিউইয়র্ক পুলিশ নিরাপত্তার ওপরে আরো জোর দেয়।
ইংল্যান্ডের এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শুধুমাত্র মাঠেইযে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা নয় এছাড়াও নিরাপত্তা বাড়ানো হয়েছে চারটে ড্রপ ইন পিচ ঘিরেও। অর্থাৎ অন্য জায়গায় তৈরি করা পিচ নিয়ে আসা হচ্ছে মাঠে। এইরকম চারটে ড্রপ ইন পিচ বসানো হয়েছে বিশ্বকাপের জন্য। কেউ যাতে এই পিচের কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে তার জন্য পিচ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিউ ইয়র্ক পুলিশের নিকোটিক্স ডিভিশনের বেশ কয়েকজন অফিসার কে পিচ পাহারার কাজে নিয়োগ করা হয়েছে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ” বিশ্বকাপে সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সে কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা করা হয়েছে।” আগামী ৯ জুন নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। এমতাবস্থায় এই ম্যাচের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।