খেলা

জিম্বাবোয়ে সিরিজে বাদ দুটি টেস্ট

Zimbabwe dropped two Tests in the series

The Truth of Bengal: গত অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার ‘ময়নাতদন্তে’র প্রতিবেদন এখনো হাতে পায়নি বিসিবি। এর মধ্যেই আরও একটি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে হাতে আছে ছয় মাসেরও কম সময়।

এ সময়ে ক্রিকেটাররা খেলবেন বিপিএল ও দুটি দ্বিপক্ষীয় সিরিজে। সে জন্য বিশ্বকাপের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব একটা থাকছে না। বিপিএলের দশম আসর শেষ হতে না হতেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। এক মাস দীর্ঘ হোম সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

একই সময়ে চলবে ঢাকা প্রিমিয়ার লিগও। মে মাসে আসবে জিম্বাবোয়ে দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবোয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। তবে জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এই সিরিজ থেকে বাদ দেওয়া হতে পারে টেস্ট দুটি। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি কিছু সময় পাওয়া যাবে তাহলে।

Related Articles