গোড়ালির চোটের কারণে রঞ্জি ট্রফি থেকে ছিটকে গেলেন যশস্বী
Yashasvi ruled out of Ranji Trophy due to ankle injury

Truth Of Bengal: সময়টা একদমই ভাল যাচ্ছে না ভারতীয় দলের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালের। গোড়ালির চোটের কবলে পড়েছেন তিনি। তার ফলেই রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে মুম্বই দলকে।
উল্লেখ্য, রঞ্জি টফ্রির সেমিফাইনাল ম্যাচের আগে রবিবার নাগপুরে দলের অনুশীলনের সময়ই গোড়ালিতে চোট পান টিম-ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার। তারপর বেশ কিছুক্ষণ মাঠের ধরে তাঁর শুশ্রুষা চলার পর, মুম্বই দলের পক্ষ থেকে জানানো হয়, যশস্বীকে বিদর্ভের বিপক্ষে ম্যাচে মাঠে না নামানোই ভাল।
এরপর আগামীকাল যশস্বী তাঁর গোড়ালির চিকিৎসার জন্য উড়ে যাবেন বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই চিকিৎসা চলবে তরুণ ব্যাটারের। অর্থ্যাৎ ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরার পর এবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসার জন্য আসছেন যশস্বী-ও। এখন সেখানে পরীক্ষার পরই জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর।
সম্প্রতি যশস্বীকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের প্রাথমিক তালিকাতেও রাখা হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁকে বাদ দিয়েই শেষ পর্যন্ত দলে নেওয়া হয়েছে ইংল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলা স্পিনার বরুণ চক্রবর্তীকে।