
Truth Of Bengal: লামিনে ইয়ামল। বর্তমানে বিশ্ব ফুটবলের সেরা উদীয়মান ফুটবলারের মধ্যে তিনি একজন। কি জাতীয় ফুটবল, কি ক্লাব ফুটবল, সবেতেই ফুল ফোটাচ্ছেন ইয়ামল। ফুটবলে তাঁর শৈল্পিক ছোঁয়া দেখার জন্যই এখন পাগল হয়ে থাকেন আপামর ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যে ২০২৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে স্পেনকে ইউরো-র সেরা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তারই পুরস্কার স্বরূপ এবার বার্সার এই তারকা ফুটবলার জয় করলেন বর্ষসেরা উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার। যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্রেক থ্রু অব দ্য ইয়ার’।
🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: Lamine Yamal wins the Laureus World Breakthrough of the Year Award.
STARBOY 🌟 pic.twitter.com/IPaGTiJJrl
— Pubity Sport (@pubitysport) April 21, 2025
ইয়ামলের সঙ্গে এই খেতাব জয়ের লড়াইয়ে ছিলেন অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড, লেসলি টেবোগো, সাঁতারু সামার ম্যাকিনটস, বাস্কেটবল খেলোয়াড় ভিক্টর ওয়েম্বানিয়ামাকে। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, বার্সার জার্সিতে ইয়ামল গত বছর ৪৬টি ম্যাচে ১৪টি গোল করার পাশাপাশি ২১টি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন। এরই কারণে সবাইকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিলেন তিনি। তবে ক্লাবের অনুশীলনে ব্যস্ত থাকার কারণে ইয়ামল পুরস্কার নিতে যেতে পারেননি।
এমন পুরস্কার পেয়ে অভিভূত বার্সা তারকা বলেন, ‘আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে এমন মুহূর্ত ভাগ করে নিতে পারলে আমার দারুণ আনন্দ হত। কিন্তু এটা সম্ভব হয়নি। এই সম্মান আমার একার শুধু নয়, আমার পরিবারকেও গর্বিত করেছে। আমি এইজন্য লুরিয়াস অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাই।’
ইয়ামল আরও জানান, ‘আমার এই সম্মান পাওয়ার পিছনে যাঁদের অবদান রয়েছে তাঁরা হলেন আমার জাতীয় দল ও ক্লাবের সকল কর্মচারী এবং আমার সতীর্থ ফুটবলাররা। তাঁদের সাহায্য ছাড়া আমি এই পুরস্কার জয় করতে পারতাম না।’
অন্য দিকে সেরা ক্লাবের সম্মান পেল রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার খেতাব জয় করার জন্য এই সম্মান পেল মাদ্রিদের ক্লাবটি। তাদের হয়ে পুরস্কার গ্রহণ করেন দলের দুই সিনিয়র ফুটবলার লুকা মদ্রিচ ও কার্ভাহাল।
এছাড়া সোমবার লিয়ামলের সঙ্গে সম্মানিত হলেন সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ সম্মানে ভূষিত হয়েছেন সিমনো বাইলস। এই নিয়ে চতুর্থবারের মতো এই খেতাব জয় করে নজির গড়েন এই জিমন্যাস্ট। অবসর ভেঙে ফিরে এসেও জাতীয় দলের জার্সি গায়ে ২০২৪-র প্যারিস অলিম্পিক গেমসের আসনে তিনটি সোনা ও একটি জায় করেছিলেন তিনি। এঁদের পাশাপাশি স্পোর্টিং আইকন পুরস্কারের খেতাব জয় করলেন লন টেনিসের কিংবদন্তী তারকা রাফায়েল নাদাল।