খেলা

বার্সেলোনার কোচের পদ ছাড়ছেন জাভি হার্নান্ডেজ,

Xavi Hernandez resigns as Barcelona coach

The Truth Of Bengal: বার্সালোনার কোচের পদ ছাড়ছেন জাভি হার্নান্ডেজ  । শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল বার্সা । সেখানে ৩-৫ গোলে পরাস্ত হয় খেলোয়াড় রা। তার পরেই   কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জাভি । কথা বলেছেন কতৃপক্ষের সঙ্গেও।

বার্সালোনার কোচের পদ ছাড়ছেন জাভি হার্নান্ডেজ ।  এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা । এই হারের পর থামার কথা ভাবছেন জাভি। প্রত্যাশামতো কাজ করতে পারছেন না জাভি সে কারণে এবার নিজেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটা সময় দেশের জার্সিতে তিনি দাপটের সঙ্গে খেলেছেন। গড়েছেন নানা নজিরও । এরপর কোচ হিসেবে দায়িত্ব নেন। কিন্তু তার প্রত্যাশামতো কাজ হচ্ছে না । এ বিষয়ে  জাভি বলেন, তিনি  জুনে বার্সেলোনা ছাড়ছেন ।  এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন  যেখান থেকে ফেরা যায় না। এটাই পরিবর্তনের উপযুক্ত সময়। বোর্ড ও ক্লাবের সঙ্গে তিনি কথা বলেছেন এ বিষয়ে এমনটাই উল্লেখ করেছেন। ৩০ শে জুন এ মরসুমের শেষেই তিনি ছেড়ে দিচ্ছেন কোচের পদ । এটাই তাঁর কোচের পদ থেকে সরে আসার সঠিক সময় বলে মনে করছেন তিনি ।  ২০২১ সালে  অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিয়ে বার্সাতে আসেন  জাভি ।  এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মরসুমে বার্সেলোনাকে লিগ শিরোপাও  এনে দেন। সেই জাভিই এবার ছেড়ে যাচ্ছেন বার্সাকে।

জাভির পর বার্সেলোনার কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চললেও এখনো উত্তর মেলেনি। বার্সা ছিল তার সেকেন্ড হোম । ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি। জানা গিয়েছে জাভিকে ক্লাবের তরফ থেকে থাকার কথা বলা হয়েছিল । কিন্তু তিনি রাজি নন। নানারকম সমস্যার সম্মুখীন হয়েই অনেক ভেবেই চিন্তে এই সিদ্ধান্তে এসেছেন এই সিদ্ধান্ত থেকে তিনি এক পাও নড়বেন না বলেই খবর। তার জন্য অন্যরকম কোন সমস্যা হোক তিনি চান না সে কারণেই সরে যেতে চলেছেন মরশুম শেষের সঙ্গেই।

Free Access

Related Articles