
The Truth of Bengal: হোঁচট’ খাচ্ছে অত্যাধুনিক খননযন্ত্র। শ্রমিকের কাছে পৌঁছতে আরও কিছুটা সময় লেগে যাবে। ৫ মিটারের মধ্যে আর কোনও ধাতব রড বা গার্ডার নেই।রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ থেকে প্রশাসনের কর্তারা।
উত্তরাকাশী সুড়ঙ্গে টানা ১৪ দিন আটকে শ্রমিকরা স্ট্রেচারে করে উদ্ধারের কাজে নেমেছে এনডিআরএফ দল। প্রাথমিক বাধা কাটিয়ে উদ্ধারে জারি নানা তত্পরতা। প্রশাসনের তরফ থেকে জোরদার করা হচ্ছে উদ্ধার কাজ। অগার ড্রিলিং মেশিন বের করে আনার সিদ্ধান্ত সুরঙ্গের মধ্যে। এখনও বাকি ৬-৯ মিটার।
লোহা ইস্পাতের টুকরোয় ধাক্কা লেগে ভাঙল অগার মেশিনের পিন, বিকল হয়ে পড়েছে অগার মেশিন। শাবল, গাঁইতি দিয়েই পাথর ভাঙার সিদ্ধান্ত উত্তরকাশীতে। বারবার বাধার মুখে উদ্ধার কাজ ৫ মিটার পরেই ধাতব বস্তু থাকার সম্ভাবনা তাই কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না বিশেষজ্ঞরা।