খেলা

মহমেডানের বিপক্ষে ম্যাচ জেতা সহজ নয়, জানালেন মোলিনা

Winning a match against Mohammedan is not easy, says Molina

Truth Of Bengal : শনিবার যুবভারতীতে আরও একটা ডার্বি ম্যাচ। মুখোমুখি কলকাতার দুই দল মোহনবাগান ও মহমেডান। এই ম্যাচের আগে এক দল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর অন্য দল রয়েছে একবারে শেষ স্থানে। তবুও শীর্ষস্থানে থাকা দলের কোচ হোসে মোলিনা যথেষ্ট সমীহ করছেন ১৩ নম্বর স্থানে থাকা মহমেডানকে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সে কথাই জানালেন বাগানের হেডস্যার।

মহমেডান ম্যাচ সম্পর্কে মোলিনা বলেন, ‘মহমেডান ভারতীয় ফুটবলের অন্যতম বড় দল। এবার ওরা আইএসএল প্রথম খেলছে। তাতে কি। মোহনবাগানের বিপক্ষে ম্যাচে মহমেডান খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটাই খেলার জন্য মুখিয়ে থাকবেন। যতই ওদের আভ্যন্তরীন সমস্যা হউক না কেন। এই বিষয়গুলি শনিবার ম্যাচে কোনও প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।’

এর পাশাপাশি নিজের দল সম্বন্ধে মোলিনা জানান, ‘মহমেডানের বিপক্ষে ম্যাচে রডরিগেজ ও অনিরুদ্ধ থাপাকে হয়তো পাওয়া যাবে না। কাজেই তাঁদের দুজনকে বাদ দিয়েই আপাতত দল নামানোর চিন্তা-ভাবনা করতে হচ্ছে। এমনকি আমার স্ট্রাইকাররা অনেক ম্যাচে গোল না পাওয়াতে অনেকে সমালোচনা করলেও। দলের খেলায় আমি খুশি। কেননা সবাই পরিকল্পনামাফিক ফুটবলটাই খেলছেন। শুধু স্ট্রাইকাররাই গোল করবেন এমন কোনও কথা নেই। গোল যে কেউ করতে পারেন। আসল কথা হল ম্যাচ জেতা। এবং সেটাই আমার ছেলেরা প্রতিটা ম্যাচে করে দেখানোর আপ্রাণ চেষ্টা করে সফলও হচ্ছি।’

সবশেষে মোলিনা বলেন, ‘মোহনবাগানের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি দারুণ আনন্দিত ও গর্বিত। কাজেই আমার তরফ থেকে সর্বদা চেষ্টা করব এই ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য।’

Related Articles