খেলা

ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগের ইতি? কী বলছেন রোহিত-কোহলিদের হেডস্যার?

Will Rahul Dravid coaching team India after cwc 2023 final losses

The Truth of Bengal: বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আর হল না রোহিত শর্মার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া কাছে একপেশে হারল টিম ইন্ডিয়া। ২০০৩-এর কাহিনীর প্রত্যাবর্তন ঘটল এদিন। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় নিজে কোনওদিন বিশ্বকাপ জিততে পারেননি, কোচ হিসেবেও সেই স্পপ্ন অপূর্ণ রয়ে গেল। ফাইনালে হারলেও ভারতীয় দল কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করেছেন অনেকেই।

সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, “ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। তবে গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো খেলেছি। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে ক্রিকেট খেলিনি। পরিস্থিতি অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হয়েছে।”

দ্রাবিড় ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন। তিনি বলেন, “রোহিত দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। তিনি দলের উৎসাহ দেওয়া এবং তাঁদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন। তিনি কখনও কখনও পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি করতে হয়েছে। প্রচুর সময় খরচ করতে হয়েছে। এই অভিযানে রোহিত যথেষ্ট এনার্জি খরচ করেছে। সময়ও দিয়েছে।”

দ্রাবিড় জানান, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তার চুক্তি শেষ হয়ে যাবে। তবে এখনই তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন না। তিনি বলেন, “চার বছর পরে ফের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এখনও হাতে ঢের সময়। ততদিনে অনেক জল গড়িয়ে যাবে।”

Free Access

Related Articles