IPL 2024খেলা
Trending

আইপিএলের মাঝেই কি ইংল্যান্ডের খেলোয়াড়রা দেশ ছাড়বে !

Will England's players leave the country during the IPL?

The Truth Of Bengal :  ২১ মে থেকে আইপিএলের প্লে অফ পর্বের খেলা শুরু হচ্ছে ।  সব ঠিকঠাক থাকলে এই খেলা চলবে ২৬ শে পর্যন্ত।  এদিকে ২২ মে থেকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে। এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি আগেই জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে যে খেলোয়াড়দের নাম রয়েছে তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। প্লে অফ এ বাটলার, সল্ট দের মতো খেলোয়াড়দেরকে পাবে না বলেই ধরে নিয়েছিল আই পি এল দলগুলো।

আইপিএলের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়া যায় তাহলে বড় ধাক্কা হবে দলগুলোর জন্য। সে কারণে বিসিসিআইয়ের তরফ থেকে ইসিবি কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । পাকিস্থান সিরিজ থেকে ক্রিকেটারদের ছাড় দেওয়ার অনুরোধ করা হয়েছিল বোর্ডের তরফ থেকে।

বিসিসিআই এর অনুরোধকে মান্যতা দেবে বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দিলেও অফিসিয়াল ভাবে এখনো কিছুই ঘোষণা করেনি ইসিবি।ইসিবি অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে । সে কারণে ব্যাটলার সল্ট দের খেলা নিয়ে রয়েছে বেশ সংশয়। আইপিএল দলগুলো এখনো আশা ছাড়তে পারছে না।

Related Articles