টিম ইন্ডিয়ার নতুন কোচ কে! শীঘ্রই ঘোষণা হবে পরবর্তী কোচ
Who is the new coach of Team India! The next coach will be announced soon

The Truth Of Bengal: জুনের শেষে ঘোষণা হতে চলেছে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের নাম । এক্ষেত্রে বোর্ড খানিকটা ধীরে চলো নীতি নিয়েছে কারণ আইপিএলের পর চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ প্রভাবিত হতে পারে বলেই এই নীতি নিয়েছে বোর্ড বলে জানা গিয়েছে । নতুন কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর এমনটাই বলছে বিভিন্ন সূত্র । আইপিএলের ক্ষেত্রে গৌতম গম্ভীর যথেষ্ট সফল একজন ব্যক্তিত্ব কারণ তার নেতৃত্বে নাইট রাইডার্স এর মাথায় উঠেছে শিরোপা । শুধু তাই নয় মেন্টর হিসেবে লখনৌ কে দুবার প্লে অফে পৌঁছে দিয়েছেন গৌতম গম্ভীরই । বোর্ডের প্রথম চয়েজ গৌতম এমনটাই বলে বহু সূত্র ।
ইতিমধ্যে জানা গেছে গৌতম গম্ভীর এর সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে চলেছে বিসিসিআই কারণ এরপর 2027 সালের রয়েছে ওডিআই বিশ্বকাপ সে সময় গৌতমের নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলতে চলেছে। কেকেআর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যা তিনবারই জয়ের পথে ছেলের গৌতম গম্ভীর। কেকেআর কে বিদায় জানিয়ে খুব শীঘ্রই জাতীয় টিমের দায়িত্ব নিতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য চলতি বছরের জুন মাস পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন রাহুল দ্রাবিড় । টি টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের জায়গায় আসবেন নতুন কোচ । কে হবেন নতুন কোচ তা নিয়ে চলছে আলোচনা । যিনি এই পদে আসুন না কেন ভারত বাসী চাইছেন তাঁর হাত ধরে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে সোনার স্বপ্ন পূরণ হোক । এই আশা করছে বোর্ড ও ।