টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সেমিফাইনালে কোন দল খেলবে কাদের বিরুদ্ধে? জানুন বিস্তারিত
Which team will play against whom in the semi-final of T20 World Cup 2024? Know the details

The Truth Of Bengal: গ্রুপ পর্বের পর শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইট রাউন্ড। দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল চারটি দল। গ্রুপ ওয়ানের অপরাজেয় থেকে পরের রাউন্ডের টিকিট পাকা করেছে ভারত। আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া কে হারিয়ে সেমিফাইনালে টিম ভারত।
গ্রুপ টু থেকে দুটি দল আগেই শেষ চারের যোগ্যতা অর্জন করেছিল। তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে সেমিফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। আর তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। সুপার এইট এর শেষ ম্যাচে অবিশ্বাস্য জয় আফগানিস্তানের।
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলো রশিদ খান, মহম্মদ নবীরা। শুধু তাই নয় আফগানিস্তানের জয় বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালের সুচি স্পষ্ট। ২৭ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ২৯ জুন টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল।